পুরসভার অনুমতি না নিয়ে লালবাজারের সামনে বেশ কয়েকটি গাছের ডালপালা যথেচ্ছভাবে কাটার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার সকালে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে রাস্তার ধারে বেশ কিছু গাছের ডাল কেটে ফেলা হয়। পুরসভা সূত্রের খবর, শহরে কোনও রাস্তার ধারে গাছ কাটতে গেলে পুরসভার অনুমতি দরকার। কিন্তু এ ক্ষেত্রে পুরসভা থেকে কোনও অনুমতি না নিয়েই গাছের ডাল কাটা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে লালবাজারের সামনে বেশ কয়েকটি গাছের ডাল কাটা শুরু হয়। প্রথমে তাঁরা ভাবেন পুরসভার পক্ষ থেকে তা করা হচ্ছে। পরে তাঁরা খবর পান, পুলিশের নির্দেশেই তা কাটা হচ্ছে। ওই খবর পেয়ে লালবাজারের সামনে পৌঁছে যান পুরসভার পার্ক ও উদ্যান দফতরের একাধিক অফিসার। ততক্ষণে অবশ্য গাছের ডালপালা ছাঁটার পর্ব শেষ। পুরসভার উদ্যান দফতরের এক অফিসার সন্দেহ প্রকাশ করে বলেন, পুলিশ নির্দেশ না দিলে এ ভাবে গাছ কাটা সম্ভব হত না। তাই পুর-কর্তৃপক্ষের প্রশ্ন, পুলিশ পুরসভাকে না জানিয়ে ওই কাজ করল কেন। |
ওই এলাকার দায়িত্বে থাকা হেয়ার স্ট্রিট থানার এক অফিসারের বক্তব্য, “ওই সব গাছের ডালপালা কারা কেটেছে তা জানি না।” যদিও পুলিশের ওই বক্তব্য বিশ্বাস করতে নারাজ পুর-কর্তৃপক্ষ। তাঁদের কথায়, প্রকাশ্যে লালবাজারের সামনে অতগুলো গাছের ডাল কাটা হলে পুলিশ তা টের পাবে না এটা বিশ্বাসযোগ্য নয়। ওই ভাবে ডালপালা ছাঁটায় কার্যত ন্যাড়া হয়ে গিয়েছে গাছগুলো।
পুরসভার মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার বলেন, “পুরসভার অনুমতি না নিয়ে গাছের ডাল কাটা ঠিক হয়নি।” তিনি জানান, রাস্তায় যান চলাচলের সুবিধার্থে বা বাড়ির প্রয়োজনে গাছের ডাল ছাঁটা যেতেই পারে। তবে তার জন্য পুরসভার আগাম অনুমতি নেওয়া আবশ্যক। তিনি বলেন, “অনুমতি নিয়ে মাত্র ৪ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ডাল কাটা যায়। তার বেশি ব্যাসের ডাল কাটা আইনত অপরাধ।” এ দিন অবশ্য সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। পুরসভা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানান দেবাশিসবাবু। |