মিলছে না রক্ষাকবচ, জানিয়ে দিল মার্কিন বিদেশ দফতর। সেই সঙ্গেই জানানো হয়েছে, ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ের গ্রেফতারির বিষয়টি সম্পূর্ণ ভাবে আইনের আওতায় পড়ে। এ নিয়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে খারাপ প্রভাব পড়বে না। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “আইনগত ভাবেই বিষয়টিকে দেখব আমরা। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে বলেই আশা।”
পরিস্থিতি অবশ্য তাতে সহজ হয়নি। কারণ মার্কিন বিদেশ দফতর পরিষ্কার করে দিয়েছে, ভিয়েনা চুক্তি অনুযায়ী কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে কোনও কাজ করলে তখনই শুধু কূটনৈতিক রক্ষাকবচ মিলতে পারে। কিন্তু গত কালই দেবযানীর বান্ধবী সুনীতা দেওয়ানের বক্তব্যে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে, যে পরিচারিকাকে আনানোর ক্ষেত্রে কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করেননি দেবযানী।
দেবযানীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মার্কিন সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিদেশসচিব সুজাতা সিংহ, বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন প্রমুখ। বৃহস্পতিবার জনসমক্ষে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয় দেবযানীকে। অভিযোগ, এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকায় নিয়ে আসার সময়ে তার ভিসায় তিনি যে প্রাপ্য বেতনের কথা লিখেছিলেন, আদপে তাকে সেই টাকা দিচ্ছিলেন না। কিন্তু ডেপুটি কনসাল পদস্থ কূটনীতিক দেবযানীকে যে ভাবে গ্রেফতার করা হয়, তা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পরে দেড় কোটি টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পান দেবযানী।
আমেরিকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, বেতনের অসামঞ্জস্য নিয়ে দেবযানীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সঙ্গীতাই। ঘটনাচক্রে, জুন থেকে ওই পরিচারিকা নিখোঁজ। প্রকৃত সত্য সামনে আসার জন্য সঙ্গীতাকে খুঁজে বার করতে মার্কিন পুলিশকে আর্জি জানিয়েছে ভারত। দেবযানীর বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, ‘ওই কূটনীতিক তো কম মজুরি দিয়েছেনই, তার উপর ভিসায় ভুল তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্তও করেছেন।’ অভিযোগ সত্যি প্রমাণিত হলে পনেরো বছর পর্যন্ত জেল হতে পারে দেবযানীর।
বিষয়টি নিয়ে আমেরিকার তীব্র নিন্দা করেছেন দেবযানীর বাবা উত্তম খোবরাগাড়। তাঁর বক্তব্য, “মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় এক মহিলাকে কী করে গ্রেফতার করতে পারে ওরা? যে দেশ মানবাধিকার নিয়ে এত কথা বলে, তারাই তা লঙ্ঘন করল।” শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে দেখা করে উত্তমবাবু জানান, দেবযানী যাতে সুবিচার পায় সে বিষয়ে মন্ত্রক আশ্বাস দিয়েছে।
|