স্কুলের এক শিক্ষককে অপছন্দ করত। তাই শটগান নিয়ে ওই শিক্ষককে মেরে ফেলতে এসেছিল কার্ল পিয়েরসন নামের ছাত্রটি। যদিও ওই শিক্ষককে না পেয়ে শেষমেশ স্কুলেরই দুই পড়ুয়ার উপর গুলি চালিয়ে দেয় কার্ল। নিজের বন্দুকের গুলিতে পরে অবশ্য আত্মহত্যাও করে সে। কলোরাডোর আরাপাহো হাইস্কুলের শুক্রবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, কার্ল যখন বন্দুক নিয়ে স্কুলে ঢুকেছিল, তখনই বাকি পড়ুয়ারা ওই শিক্ষককে সতর্ক করে দেয়। তিনি সঙ্গে সঙ্গে স্কুল চত্বর থেকে বেরিয়ে যান, যাতে কার্লও তাঁকে ধাওয়া করে। কিন্তু কার্ল তা না করে স্কুলের ভিতরে ঢুকে গুলি চালায়।
|
সমুদ্র এবং আকাশে চিনের বাড়াবাড়ি বন্ধ হোক এই দু’জায়গায় স্বাধীন বিচরনের দাবিতে শনিবার জোর সওয়াল করল জাপান-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। এরই মধ্যে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী এবং ক্ষেপণাস্ত্রবাহী চিনের একটি জাহাজ অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পায়। এই দক্ষিণ চিন সাগরেই নিজেদের আকাশ প্রতিরক্ষা অঞ্চল তৈরি করে নতুন বিতর্ক শুরু করেছে চিন। চিনা জাহাজ এবং মার্কিন রণতরী সংঘর্ষ এড়ালেও বিষয়টি নিয়ে জলঘোলা হতে পারে বলে আশঙ্কা। আসিয়ানভুক্ত দেশগুলি তাই টোকিওর সম্মেলনে সমুদ্র ও আকাশে স্বাধীনতার দাবিতে সরব হয়। |