টুকরো খবর
৩৪৫ কোটি
রেলমন্ত্রকের অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব বৃহস্পতিবার পাশ হল লোকসভায়। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানান, এক হাজার কোটি টাকার ওই বাজেট বরাদ্দের ৩৪৫ কোটি টাকা ব্যয় করা হবে রেলের বিভিন্ন প্রকল্প উন্নয়নে। অধীর বলেন, “এর মধ্যে অধিকাংশই খরচ হবে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল করিডরের জন্য ১০০ কোটি, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া-ফরাক্কা ও আজিমগঞ্জ-নলহাটি রেল লাইনের বিদ্যুদয়নের জন্য ২২৯ কোটি টাকা, বহরমপুর-কান্দি রাজ্য সড়কের উপরে আন্ডার পাস নির্মাণে প্রায় ৫ কোটি বরাদ্দ হয়েছে।” প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য ইতিমধ্যেই রেল কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন অধীর।

কৃষিতে পোকা মারতে জিপিএস
ফসলে পোকার আক্রমণ রুখতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করবে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী মলয় ঘটক বৃহস্পতিবার নবান্নে জানান, ফি-বছর পোকার আক্রমণে রাজ্যের ২০ থেকে ২৫% কৃষিপণ্য মাঠেই নষ্ট যায়। খেতের কোথায় কোন পোকার আক্রমণ হয়েছে, জিপিএস পদ্ধতিতে তা জেনে নিয়ে কীটনাশক ছড়ানো হবে। বাঁকুড়া-বীরভূমের কিছু জায়াগায় ওই পদ্ধতি চালু হয়েছে। এর দায়িত্বে থাকছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। মন্ত্রীর দাবি, কৃষিক্ষেত্রে পোকা মারতে দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম জিপিএস চালু হচ্ছে।

আবহ-বার্তা
কৃষিজীবীদের কাছে দ্রুত আবহাওয়ার খবর পৌঁছে দিতে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র (অটোমেটিক ওয়েদার স্টেশন বা এডব্লিউএস) গড়ছে সরকার। রাজ্যে ১৪৫টি এডব্লিউএস গড়া হবে। প্রথম ধাপে ১০৭টি কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। আগামী বর্ষার আগেই সেগুলি চালু করার চেষ্টা হচ্ছে বলে কৃষিকর্তারা জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.