খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পড়শিকে খুনের দায়ে এক ব্যক্তিকে বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা শোনালেন কৃষ্ণনগর জজ কোর্টের বিচারক পার্থসারথী মুখোপাধ্যায়। সাজাপ্রাপ্ত আখের মল্লিক নাকাশিপাড়ার বানগড়িয়ার বাসিন্দা। সরকারি আইনজীবী দেবাশিস রায় বলেন, ‘‘২০১০ সালের ৫ মে সকাল ১০টা নাগাদ পারিবারিক বিবাদের জেরে আখের ও তার পাঁচ সাগরেদ পড়শি আইমনি বিবি ও ইয়াকুব শেখকে কৃষ্ণনগরগামী বাস থেকে নামিয়ে ধুবুলিয়া বটতলার কাছে খুন করে। পাঁচ জনের আগেই সাজা হয়েছিল। এ দিন বিচারক আখেরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে বাড়তি ৬ মাস জেলে কাটাতে হবে আখেরকে।”
|
আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
হজযাত্রীদের প্রাপ্ত সরাকরি সুযোগ-সুবিধা, ওয়াকফ সম্পত্তির উদ্ধার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনাসভা করল জেলা সংখ্যালঘু দফতর। বৃহস্পতিবার তেহট্রের মধুসূদন মঞ্চে এই আলোচনায় ছিলেন রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোতালেব আলি সর্দার, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি ও সংখ্যালঘু সর্ম্পকিত জেলা স্তরীয় কমিটির সদস্য তথা শাসকদলের সংখ্যালঘু সেলের জেলার কার্যকারী সভাপতি রফিকুল আলম। জেলার শ’খানেক মানুষ উপস্থিত ছিলেন। |
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর দেড়েকের এক শিশুর। বুধবার বিকালে বড়ঞার বাওগ্রামের এই ঘটনায় মৃতের নাম ইয়ামিন শেখ। এ দিন রাস্তার পাশে রাখা একটি লছিমনে বসে খেলা করছিল শিশুটি। হঠাৎই পাশ গিয়ে একটি ছোট গাড়ি যেতে দেখে ভয় পেয়ে সে রাস্তায় পড়ে যায়। তখনই ওই গাড়ির ধাক্কায় জখম হয় শিশুটি। বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গাড়িটিকে পুলিশ আটক করেছে। শিশুর দেহটি ময়না-তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
নিখোঁজ ছাত্রী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নিখোঁজ দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে তাকে নদিয়ার ধুবুলিয়ার ঘাটেশ্বর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল রেজিনগরের এই ছাত্রী। ঘটনায় জড়িত অভিযোগে শুভঙ্কর হাজরা নামে এক পড়শি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। |