চুঁচুড়ায় আঁকা শেখার স্কুল পুড়ল আগুনে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
আগুন নেভানোর চেষ্টা। —নিজস্ব চিত্র। |
আগুনে পুড়ে গেল একটি বাড়ির ছাদের খড়ের চালের ঘর। সেখানে ছোটদের আঁকা শেখানো হত। বৃহস্পতিবার দুপুরে ব্যান্ডেলের দেবানন্দপুর পঞ্চায়েতের কাজিডাঙা মোড় এলাকার ওই ঘটনায় দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা ওই বাড়িটি আঁকার শিক্ষক মলয় বিশ্বাসের। ছোটদের আঁকা শেখানোর জন্য তিনি ছাদে খড়ের ছাউনি দেওয়া ওই ঘর বানিয়েছিলেন। ঘরের বাইরেই রয়েছে একটি গমেশ মূর্তি। দুপুরে ওই বাড়ির একটি শিশু ওই গণেশ মূর্তির সামনে মোমবাতি জ্বালাতে যায়। তার পরেই আগুন ধরে যায় খড়ের চালে। বাড়ির লোকজনের চেঁচামেচিতে পড়শিরা চলে আসেন। তবে, ঘটনায় কেউ হতাহত হননি। মোমবাতি থেকেই আগুন ছড়ায় বলে দমকলের অনুমান।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু বলাগড়ে
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
ট্রাকের ধাক্কায় মৃতু্যু হল এক ভ্যান-চালকের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলাগড়ের গুপ্তিপাড়ার বেহুলা সেতুর কাছে অসম লিঙ্ক রোডে। মৃতের নাম সফির আলি (৩৫)। বাড়ি গুপ্তিপাড়ার মিরডাঙায়। পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টা নাগাদ সফির ভ্যানরিকশা নিয়ে বাজার থেকে ফিরছিলেন। কালনামুখী একটি কমলালেবু বোঝাই ট্রাক ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান সফির। ট্রাকচালক ঘটনাস্থল থেকে একটু দূরে গাড়ি ফেলে পালান। লুঠ হয়ে যায় কমলালেবু। দুর্ঘটনার প্রতিবাদে এবং ট্রাকচালককে গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করেন। আটক করা হয়েছে ট্রাকটি।
|
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
সাঁকরাইলের রঘুবাটিতে নিকাশি খালের উপরে রেলিং ভাঙা সাঁকো দিয়েই চলছে যাতায়াত। হুঁশ নেই প্রশাসনের। |