টুকরো খবর
সিঙ্গাপুর কাণ্ডে ভারতীয় সংযোগ

১১ ডিসেম্বর
আরও তিন জন ভারতীয়ের সংযোগের সূত্র মিলল সিঙ্গাপুরের সংঘর্ষে। রাজেন্দ্রন রঞ্জন (২২), মূর্তি কবিলদেব (২৪) ও সাথিয়ামূর্তি শিবরামন (৩৬)-এর বিরুদ্ধে অভিযোগ, সে দিনের সংঘর্ষে ডাস্টবিন, কংক্রিটের স্ল্যাব, কাঠের ডান্ডা ধাতব পাত্র ইত্যাদি জিনিসপত্র দিয়ে ভাঙচুর চালান তাঁরা। তামিলনাড়ু থেকে শ্রমিক হিসেবে কাজ করতে আসা যুবক শক্তিভেল কুমারভেলু গত রবিবার একটি বাসের ধাক্কায় মারা যাওয়ার পরই মারমুখী হয়ে ওঠে স্থানীয় জনতা।

পুরনো খবর:

ইংলাকের গদি রক্ষায় রণাঙ্গনে সরকার-পন্থীরা
এ বার বিরোধীদের হাত থেকে সরকারকে ‘বাঁচাতে’ পথে নামার হুমকি দিল সরকারপন্থী ‘রেড শার্ট’। প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রাকে সরানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে তাইল্যান্ডে। শান্তিপূর্ণ ভাবে পথে নেমেই গোটা দেশকে সমূলে নাড়িয়ে দিয়েছেন বিদ্রোহীরা। সরকারি দফতরের কাজ বন্ধ করে দিয়েছেন। চাপের মুখে সোমবার পার্লামেন্ট ভেঙে দেন ইংলাক। নতুন করে নির্বাচন হবে, ঘোষণা করেন। একে আংশিক জয় হিসেবেই দেখেছেন বিরোধীরা। তাঁদের দাবি, কোনও ভোট হওয়া চলবে না। নির্বাচন ছাড়াই গদিতে বসতে দিতে হবে বিরোধী দল ‘পিপলস কাউন্সিল’কে। আর ইংলাক এবং তাঁর আড়ালে থাকা দুর্নীতির দায়ে বহিষ্কৃত দাদা প্রাক্তন প্রধানমন্ত্রী তাকসিন শিনাবাত্রাকে চিরকালের জন্য সরে যেতে হবে তাইল্যান্ডের রাজনীতি থেকে। বিরোধীদের লাগাতার বিক্ষোভ-ধর্নার জবাব সে ভাবে কখনওই দেয়নি সরকার-পন্থীরা। কিন্তু জানা ছিল, দেশে ইংলাকের সমর্থকের সংখ্যাও কম নয়। এ বার বিরোধীদের পথ অনুসরণ করেই বিদ্রোহ দমনের হুমকি দিলেন তাঁরা।

পুরনো খবর:

উটায় সন্ধান মিলল সুপার আগ্নেয়গিরির
লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক সুপার ভলকানোর সন্ধান পেলেন ব্রিগাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আমেরিকার উটার সমতল ভূমিতে গা ঢাকা দিয়ে রয়েছে দৈত্যাকার সেই আগ্নেয়গিরি। সক্রিয় নয় এখন। তবে ৩ কোটি বছর আগে লাভা উদ্গীরণ করেছিল সেটি। গবেষকরা সেই প্রমাণ পেয়েছেন। তার বীভৎসতার উদাহরণ দিতে গিয়ে এক গবেষক বললেন, “দক্ষিণ উটায় ১৩০০০ ফুট আগ্নেয় শিলাস্তর। ভাবুন কী বীভৎস ছিল সেই লাভা উদ্গীরণ!”

প্রথম সমকামী বিয়ে ব্রিটেনে
সমকামিতাকে যে দিন আইন-বিরোধী বলল ভারতের শীর্ষ আদালত, ঠিক সেই দিনটিতেই ব্রিটেন ঘোষণা করল সে দেশের প্রথম সমকামী বিবাহের দিনক্ষণ। ২৯ মার্চ, ২০১৪। একই লিঙ্গের দু’টি মানুষের বিয়ে নিয়ে আইনি চিন্তা-ভাবনা চলছিল ইংল্যান্ডে। এ বছরই বিবাহ-আইনে তার সম্মতি মেলে। পার্লামেন্টে পাশ হয় সমকামী বিবাহের ছাড়পত্র। বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় তার পর থেকেই।

ভারতীয় ছবি বন্ধের নির্দেশ
বেশ কিছু বিদেশি সিনেমা, সিরিয়াল এবং টেলিভিশনের অনুষ্ঠান দেখানো বন্ধ করার নির্দেশ দিল একটি পাক আদালত। বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রের ওপরেই এই কোপ পড়েছে। এই নির্দেশে ক্ষুব্ধ পাক মিডিয়া সংস্থা ও দর্শক মহল। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খালিদ মাহমুদ খান ‘আপত্তিজনক’ অনুষ্ঠানের তালিকা প্রকাশ করার পর এই ঘটনা সামনে এসেছে।

ঠিকানা মঙ্গল
লাল গ্রহে পাড়ি দেওয়ার তালিকায় নাম লেখানোর হুজুগ শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই। এ বার সেই তালিকা ছাড়াল দু’লাখেরও বেশি নাম। আর তার মধ্যে কুড়ি হাজার জনই ভারতীয়। নাসা জানিয়েছে, ২০১৫ সাল থেকেই মঙ্গল যেতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে থেকে চার জনের দশটি দল বেছে নেওয়া হবে। ২০২৩ সাল থেকে শুরু হবে তাঁদের মঙ্গল গ্রহে পাঠানোর অভিযান। মঙ্গলের ‘স্পেস কলোনি’ই হবে তাঁদের পাকাপাকি ঠিকানা।

পুড়ে মৃত ১৬
অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১৬। আহত পাঁচ জন। বুধবার দক্ষিণ চিনের শেনদেন শহরের একটি বাজারে হঠাৎ আগুন লেগে যায়। দু’ঘণ্টা ধরে ২৯টি দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.