টুকরো খবর
নেতা খুনের তদন্ত নিয়ে সরব সেলিম
চোপড়ার সিপিএম নেতা পঞ্চায়েত সমিতি ভূমি কর্মাধ্যক্ষ নাজির আমেদ খুনের অভিযোগের তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। মঙ্গলবার নিহত নেতার বাড়িতে গিয়েছিলেন তিনি। খুনের ঘটনার পরে দু’সপ্তাহের বেশি সময় কেটে গেলও অভিযুক্তরা ধরা পড়েনি বলে পরিবারের সদস্যরা মহম্মদ সেলিমের কাছে অভিযোগ জানান। এদিন সকালে চোপড়া পার্টি অফিস থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়বাড়ি এলাকায় গিয়েছিলেন সেলিম। ওই এলাকায় একটি দলীয় সভাতে বক্তব্য রাখেন তিনি। খুনের অভিযোগের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সেলিম বলেন, “খুনের ঘটনার পরে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। কেন পুলিশের এই ভূমিকা, তা অনুমান করা যাচ্ছে। তবে খুন করে বা ভয় দেখিয়ে সিপিএমকে আটকানো যাবে না। পুলিশ কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সিপিএমও পাল্টা আন্দোলন করতে জানে।” নাজির আহমেদের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিপিএমের তরফে মঙ্গলবার চোপড়া থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আইসিকে স্মারকলিপিও দেওয়া হয়। সিপিএমএর অভিযোগ, ঘটনার পর এক তৃণমূল নেতা সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এসডিপিও সুবিমল পাল বলেন, “পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে দুষ্কৃতীরা পলাতক। তাদের খোঁজা হচ্ছে।” ২৭ নভেম্বর চোপড়ার ঝাড়বাড়ি মোড় এলাকাতে বাড়ি থেকে অফিস যাওয়ার সময় গুলি করে নাজির আহমেদকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুরনো খবর:

দু’মাসে ১৪ জনের মৃত্যু বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানে
ফের অসুস্থ হয়ে চা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল বন্ধ রেড ব্যাঙ্ক বাগানে। দশ বছর এই বাগানের অচলাবস্থা চলছে। ওই সময়ের মধ্যে চার বার মালিক বাগান বন্ধ করেন। এ বছর ১০ জুন শেষ বার বাগান চালু করার পর বেতন না মিটিয়ে গত ১৯ অক্টোবর শেষ বার বাগান ছেড়ে চলে যান মালিক পক্ষ। পাশাপাশি বিদ্যুত্‌ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করে। অথচ মাস খানেক আগেই ওই বাগানে গিয়ে শ্রমিকদের চিকিত্‌সা পরিষেবা ব্যবস্থা করা-সহ নানা আশ্বাস দিয়ে আসেন রাজ্যের তিন মন্ত্রী। তার পরে বিনা চিকিত্‌সায় ২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল প্রশাসনকে। শনিবার বিনা চিকিসায় বাগানের শালবনি লাইনের বাসিন্দা ধর্মু খড়িয়া (৪৫) মারা যান। তিনি কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার মারা যান ৪৪ বছরের বুধে ভোক্তা। বাগান সূত্রে জানা গিয়েছে, দু’মাসে ওই চা বাগানে ১৪ জনের মৃত্যু হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ বিশ্বাস বলেছেন, “বাগানে অসুস্থদের চিহ্নিত করতে স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থদের হাসপাতালে ও বাড়ি গিয়ে চিকিত্‌সা করানো হবে।” উত্তরবঙ্গের যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেছেন, “বাগান মালিকের সঙ্গে কথা হয়েছিল। তিনি শ্রমিকদের পাওনা গণ্ডা মেটানোর টাকা জোগাড় করে বাগান চালু করার কথা বলেছেন। ফের বৈঠক করে দ্রুত বাগান চালুর জন্য বলব।”

মুক্তির পরেও বন্দি
মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশের জেলে বন্দি দুই ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে জেলাশাসকের দ্বারস্থ হলেন তাঁদের আত্মীয়রা। মঙ্গলবার একটি লিখিত দাবিপত্র তাঁরা জমা দেন। প্রশাসন সূত্রের খবর, বাংলাদেশের জেলে বন্দি দুই ভারতীয়ের নাম নগেন বর্মন ও মনোরঞ্জন রায়। বাড়ি শীতলখুচির পুটিয়া বারমাসিয়া এলাকায়। জেলাশাসক মোহন গাঁধী বলেন, দুজনকে ফেরাতে প্রশাসনিক ভাবে যা যা করার করা হবে।” ২০১২ সালের ২১ সেপ্টেম্বর পাগলিমারী বিএসএফ ক্যাম্পে পরিচয়পত্র জমা দিয়ে দুই কৃষক নগেনবাবু ও মনোরঞ্জনবাবু নিখোঁজ হয়ে যান। তাঁদের বাংলাদেশের দুষ্কৃতীরা নিয়ে যায় বলে অভিযোগ। ২১ অক্টোবর মাথাভাঙার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিবার সদস্যরা নগেনবাবু ও মনোরঞ্জনবাবুর চিঠি পায়। তাঁরা জানতে পারেন, বাংলাদেশের সাতক্ষীরা জেলে দুই জন বন্দি জীবন শেষ করেছেন।

ফুটপাত দখলমুক্তির দাবিতে আন্দোলনে
ট্রাফিক পয়েন্ট চালুর আগে মাথাভাঙা শহরের ফুটপাত দখলমুক্তির দাবিতে আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক কংগ্রেস। মঙ্গলবার তাঁরা পুরসভা ও মহকুমা প্রশাসনের কাছে ওই দাবিতে স্মারকলিপি জমা দেয়। আগামী কাল বৃহস্পতিবার একটি মিছিলের ডাক গিয়ে আইএনটিটিইউসি। সংগঠনের অভিযোগ, শহরের সর্বত্রই ফুটপাথ দখল হয়ে গিয়েছে। নো-পার্কিং-এ গাড়ি দাঁড়িয়ে থাকে। সংগঠনের নেতা আলিজার রহমান জানান, কয়েক লক্ষ টাকা ব্যয়ে ট্রাফিক পয়েন্ট তৈরি করা হয়েছে। কয়েক দিনের মধ্যে সেগুলি চালু হবে বলে শুনেছি। কিন্তু ফুটপাত যেভাবে দখল হয়ে রয়েছে, তাতে ওই পয়েন্ট চালু করে কোনও রকম লাভ হবে না। তার আগে ফুটপাত দখলমুক্ত করতে হবে। ১৫ ডিসেম্বর ওই ট্রাফিক পয়েন্টগুলি চালুর কথা রয়েছে বলে জানা যায়।

মাদ্রাসায় সংঘর্ষে জখম ৪
মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক পদের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দু’দলের ৪ জন সমর্থক জখম হন। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর হেমতাবাদে ভোগ্রাম ভিএমবিইউ সিনিয়ার মাদ্রাসার পরিচালন সমিতির পদাধিকারি নির্বাচন ছিল। সম্প্রতি, ওই ৬টি আসনের মধ্যে ৪টি তৃণমূল ও ২টি কংগ্রেস দখল করে। ওই ৬ জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সহ শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, সরকারি ও জমিদাতা প্রতিনিধি মিলিয়ে ১৪ জন ভোটার ছিলেন। ভোটের ফলে সভাপতি পদে কংগ্রেসের প্রার্থী এবং সম্পাদক পদে সিপিএম প্রার্থী নির্বাচিত হন। ফল প্রকাশের পরেই তৃণমূল এবং সিপিএম সমর্থকরা জড়িয়ে পড়েন।

ইঞ্জিন বিগড়ে যাত্রী ভোগান্তি
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়লেন বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার সকালে কোচবিহারের পুন্ডিবাড়িতে। ওই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে স্টেশনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে আসরে নামেন রেল কর্তারা। এক ঘণ্টা পরে রেল কর্তৃপক্ষ দিনহাটা থেকে মালদহ অন্য একটি ট্রেনে ওই প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের তুলে দিয়ে পরিস্থিতি সামলান। আলিপুরদুয়ার ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “যান্ত্রিক ত্রুটির জন্যই এই ওই সমস্যা হয়েছিল।” অন্য দিকে বিকল ট্রেনের যাত্রীরা উঠে পড়ার কারণে ভিড়ে ভরে যায় দিনহাটা-মালদহ ডিএমইউ ট্রেন। মহিলা শিশুরা দাঁড়াতে পারছিল না। প্রায় দমবন্ধ অবস্থা হয়েছিল।

অ্যাসিড বাল্ব, রক্ষা তৃণমূল ছাত্র নেতার
তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি প্রসেনজিত্‌ দাসকে লক্ষ করে ‘অ্যসিড বাল্ব’ ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে।” হামলার পর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ইংরেজবাজার থানায় অভিযোগ করেন। কিন্তু তিনি সুনির্দিষ্ট ভাবে কারও নাম উল্লেখ করেননি। প্রসেনজিত্‌ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হবে। আমি রোজই সেখানে সংগঠনের কাজ যাচ্ছি। এই দিন পিছনের গেট দিয়ে ফেরার সময় দুই জন্য অ্যাসিড বাল্ব ছুড়ে পালিয়ে যায়। অল্পের জন্য বেঁচে গিয়েছি। তবে আমি কাউকে চিনতে পারিনি। পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করুক।”

গাঁজা সমেত গ্রেফতার ৪
গাঁজা পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ঘোকসাডাঙ্গার হিন্দুস্থান মোড় এলাকায়। ধৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যে গাড়িটি করে গাঁজা পাচার করা হচ্ছিল সেটি আটক করা হয়েছে। ধৃতদের নাম সুবাস বর্মন, অমল বর্মন, ক্ষিতীশ সরকার এবং সাধন বিশ্বাস। এদের মধ্যে অমল গাড়ি চালক। বাড়ি কোতোয়ালি থানার ফলিমারি এলাকায়। সম্প্রতি গাঁজা পাচার কেন্দ্র করে শীতলখুচির একটি এলাকায় দুটি দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই হয় বলে অভিযোগ ওঠে। জনতা ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই ঘটনার সঙ্গে ধৃতদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ
দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। বাড়িতে পড়ানোর সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে গৃহশিক্ষক সহবাস করেন বলে অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুরের সন্তোষপুর এলাকার ঘটনা। বিয়ে করতে ওই শিক্ষক রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে পুলিশের দ্বারস্থ হন কিশোরীর মা। অভিযুক্ত পলাতক।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.