টুকরো খবর
গুদামে অগ্নিকাণ্ড
প্লাইউডের গুদামে অগ্নিকাণ্ড ঘটল। মঙ্গলবার ভোরে বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙা এলাকার ঘটনা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভান। স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে প্রথম দেখেন কিছু বাসিন্দা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় একটি পুকুরের জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। বাঁকুড়া বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তার কিছুটা দূরে ওই গুদামটি রয়েছে।
নেভানোর চেষ্টা।—নিজস্ব চিত্র।
লোকজন জড়ো হওয়ায় সাময়িক ভাবে বাঁকুড়া বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। বাঁকুড়া দমকল কেন্দ্রের স্টেশন অফিসার নুর আলি গাজি বলেন, “শর্টসার্কিট থেকেই ওই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে আমাদের অনুমান। কী ভাবে আগুন লাগল তা বিশদে খতিয়ে দেখা হচ্ছে।” ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্লাইউড ব্যবসায়ী আশিস দে মন্তব্য করতে চাননি। দমকল বাহিনীর এক কর্তার জানান, গুদামের ভিতরে মজুত করে রাখা প্রচুর প্লাইউড পুড়ে গিয়েছে।

হাম্প ভাঙল প্রশাসন
যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বাড়ছিল পথদুর্ঘটনা। তাই বিষ্ণুপুর-সোনামুখী রাস্তায় যত্রতত্র তৈরি করা হাম্প মঙ্গলবার ভেঙে দিল প্রশাসন। এ দিন সকাল ৬টা থেকে বিষ্ণুপুরের দিক থেকে ওই রাস্তায় মেশিন দিয়ে যান নিয়ন্ত্রণের জন্য তৈরি করা ওই হাম্পগুলি ভাঙার কাজ শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। উপস্থিত ছিলেন বিডিও (বিষ্ণুপুর) প্রশান্তকুমার মাহাতো ও পূর্ত (সড়ক) বিভাগের আধিকারিকরা। মহকুমাশাসক (বিষ্ণুপুর) পলাশ সেনগুপ্ত বলেন, “ওই রাস্তায় হাম্পগুলি নিয়ে আমাদের কাছে প্রচুর অভিযোগ এসেছে। তাই এ দিন থেকে ভাঙার কাজ শুরু হয়েছে।” প্রশাসন সূত্রের খবর, পুরো রাস্তা থেকে হাম্প ভেঙে দেওয়া হবে। বিষ্ণুপুর ও সোনামুখীর মধ্যে সংযোগকারী ওই রাস্তা দিয়ে বহু যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার পাশের গ্রামগুলির কিছু বাসিন্দা যান নিয়ন্ত্রণের জন্য ওই হাম্পগুলি তৈরি করেছিলেন। এতে গাড়ির গতি কমলেও অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হাম্পে বেসামাল হয়ে মাঝে মধ্যেই ছোটগাড়ি উল্টে পড়ার অভিযোগ উঠছিল। সাইকেল, মোটরবাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার অভিযোগও ওঠে। এ নিয়ে বাসিন্দাদের অনেকের মধ্যে ক্ষোভও জমছিল। পূর্ত দফতর জানিয়েছিল, ওই হাম্পগুলি তারা তৈরি করেনি। ওই ভাবে হাম্প তৈরি করাও বেআইনি কাজের সমান। প্রশাসন হাম্প ভাঙতে এগিয়ে আসায় ওই রাস্তায় চলাচলকারী মানুষজন জানিয়েছেন, তাঁরা খুশি।

তদন্ত শুরু করল রেল
লেভেল ক্রসিং খোলা অবস্থায় মোটরবাইক আরোহীর মাথায় রেলগেট পড়ে যাওয়ার ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করল রেল। সোমবার দুপুরে ওই রেলগেট স্কুল শিক্ষক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মাথায় সজোরে আছড়ে পড়েছিল। মাথায় হেলমেট থাকায় তিনি রক্ষা পান। মঙ্গলবার আদ্রা ডিভিশনের এডিআরএম ভি পি শরাফ বলেন, “দুর্ঘটনাটি কী ভাবে ঘটল তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছি। গেটম্যানকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।” শীঘ্রই তদন্তের কাজ শেষ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ঘটনার পরেই গেটম্যানকে ঘিরে সাময়িক বিক্ষোভ দেখিয়েছিলেন উপস্থিত জনতা। পরে বাঁকুড়া স্টেশন ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন শৈলজানন্দবাবু। প্রসঙ্গত, এই ঘটনার পর রেলগেটগুলির যন্ত্রপাতি নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত বলে দাবি তুলছেন আদ্রা ডিভিশনের রেলকর্মীদের সংগঠন গুলি। তাদের কথায়, প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যে কোনও সময় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই এ ব্যাপারে সতর্কতা বাড়ানো জরুরি।

পুরনো খবর:

খুনের চেষ্টার দায়ে কারাদণ্ড
এক প্রৌঢ়াকে খুনের চেষ্টার দায়ে সাত বছর কারাদণ্ড হল পড়শি যুবকের। সাজাপ্রাপ্তের নাম সানিক গোপ। বলরামপুর থানার দীপুট্যাঁড় গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার পুরুলিয়া আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুতপা সাহা এই রায় দেন। সরকার পক্ষের আইনজীবী অজিতকুমার সিংহ জানান, ২০১০ সালের ১০ অগস্ট বলরামপুরের দীপুট্যাঁড় গ্রামের বাসিন্দা সানিক পড়শি প্রৌঢ়া রমণী গোপের মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সানিকের কাছে রমণীদেবীর ছেলে শ্যামাপদ গোপ ৪০০ টাকা ধার করেছিলেন। ফেরত দিতে দেরি করায় সানিক রেগে রমণীদেবীর উপরে চড়াও হয়। ঘটনার দিন দু’য়েক পরে শ্যামাপদ বলরামপুর থানায় সানিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন। ২০১১ সালের ২৩ ডিসেম্বর বিচার শুরু হয়। বিচারক সানিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন।

বিষ্ণুপুরে শাশ্বত রথ
শাশ্বত ভারত রথ মঙ্গলবার সকালে এল বিষ্ণুপুরে। স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী স্মরণে কলকাতার রামকৃষ্ণ মঠ (যোগোদ্যান)-র পরিচালনায় ওই রথ বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে। সেই সঙ্গে স্বামীজির আদর্শ প্রচার করা হচ্ছে। ওই রথ দেখতে রাস্তার দু’ধারে বহু মানুষ ভিড় করেন। এ দিন শহরের গড়দরজায় বিবেকানন্দ মূর্তির সামনে থেকে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের ব্যবস্থাপনায় রথটি নিয়ে শোভাযাত্রা হয়। আশ্রম সূত্রে জানা গিয়েছে, পোকাবাঁধ, চকবাজার, পুরভবন, রবীন্দ্রস্ট্যাচু এলাকা ঘুরে যদুভট্ট মঞ্চের পাশের মাঠে রথটি নিয়ে আসা হয়। দুপুরে হয় শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠান।

বাঁকুড়ায় ডিআইজি
বাঁকুড়ার সার্কেল ইনস্পেক্টরের দফতর পরিদর্শন করলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দা। মঙ্গলবার শহরের মাচানতলামোড়ের সি আই অফিসে কয়েক ঘন্টা কাটান তিনি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার-সহ জেলা পুলিশের কিছু শীর্ষ আধিকারিক। বাঁকুড়ার ডিএসপি (আইন ও শৃঙ্খলা) কৃশানু রায় বলেন, “ডিআইজি রুটিন মাফিক পরিদর্শনে এসেছিলেন। বাঁকুড়া, তালড্যাংরা, বেলিয়াতোড়, ওন্দা ও থানার কাজ খতিয়ে দেখেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.