পিছু হঠলেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। সোমবার ভাঙলেন পার্লামেন্ট। জানালেন, ৬০ দিনের মধ্যেই নয়া নির্বাচন হবে তাইল্যান্ডে। তাতে অবশ্য প্রতিবাদ-বিক্ষোভ কমছে না। কারণ, সরকার-বিরোধীরা এখনও সেই পুরনো দাবিতেই অনড়। নির্বাচিত প্রতিনিধি নন, মনোনীত ‘পিপলস কাউন্সিলের’ হাতেই ক্ষমতা হস্তান্তর করুন প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রা। তবে ইংলাকের এই ঘোষণাকে আংশিক জয় হিসেবেই ভাবছেন বিরোধীরা। এ দিন প্রায় এক লক্ষ মানুষ ব্যাঙ্ককের রাস্তায় নামেন। বিভিন্ন পথে মিছিল করে এগোতে থাকেন সরকারি সদর দফতরের দিকে। মুখে ছিল হুইসল আর স্লোগান। পরিস্থিতির চাপে বিদেশি অতিথিদের যে নিমন্ত্রণ জানিয়েছিলেন ইংলাক, তা বাতিল করা হয়। তার পরই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। তবে নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত অর্ন্তবর্তী সরকারের প্রধান হিসেবে তিনিই কাজ করবেন, জানান ইংলাক। ফের ভোট হলেও ইংলাক বা বকলমে তাঁর দাদা তাকসিন শিনাবাত্রার ‘পিউ তাই পার্টিই’ যে ক্ষমতায় ফিরবে, সে বিশ্বাসে এখনও অটল ইংলাক-সমর্থকরা। সে বিশ্বাস বজায় থাকবে না কি পরিবর্তনই আসবে তাইল্যান্ডে, তা জানে শুধু সময়।
|
লেভেল ক্রসিংয়ের গেট পড়ার আগেই রেল লাইনের উপর হুড়মুড়িয়ে চলে এসেছিল জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার। যাত্রিবাহী একটি ট্রেনও সেই সময়ই লাইনে এসে পড়ে। চালক আপৎকালীন ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। ট্যাঙ্কার ধাক্কা মারে ট্রেনকে। ট্রেনের প্রথম দু’টি কামরা উল্টে আগুন ধরে যায়। জাকার্তার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশ জনের।
|
প্রিয় অভিনেতা পল ওয়াকারকে শ্রদ্ধা জানাতে স্মরণসভায় হাজির হন অগুনতি ভক্ত। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারিটায় ২০ নভেম্বর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-খ্যাত পলের গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। গাড়িতে আগুন লেগে যায়। পুড়ে মৃত্যু হয় পল ও তাঁর সঙ্গীর। সোমবার ওই দুর্ঘটনাস্থলেই স্মরণসভার আয়োজন করা হয়েছিল।
|