ফোরামের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ক্লাবের উদ্বোধন নিয়ে আপত্তি জানাল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে আপত্তি জানিয়ে ফ্যাকাল্টি ক্লাবের বিরোধিতা করে পোস্টারও দেয় তারা। সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য প্রদীপন গঙ্গোপাধ্যায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ইন্টারনেট পরিষেবা চাওয়া হচ্ছে বহুদিন ধরে। তাতে কোনও হেলদোল নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আধুনিক সুবিধা ব্যবহার করে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে ছাত্রছাত্রীদের। তার বদলে কোটি টাকা ব্যয়ে ফ্যাকাল্টি ক্লাব তৈরি করা উচিত হয়নি।” যদিও শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাস। তিনি বলেন, “কাজের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। ছাত্রাবাসে খুব শীঘ্রই ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে।” ফ্যাকাল্টি কাউন্সিলের উদ্বোধনে আসা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তৃণমূল ছাত্র পরিষদ ও গবেষক তৃণমূল ছাত্র পরিষদ শাখা কমিটির তরফে কয়েকটি দাবি সম্বলিত দুটি স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের তরফে মিঠুন বৈশ্য স্মারকলিপি দেন মন্ত্রীর হাতে।
|
বিএসএনএল পরিষেবা ব্যাহত
নিজস্ব প্রতিবেদন |
শনিবার রাত থেকে রবিবার দুপুর বিএসএনএলের মোবাইল পরিষেবা বিপর্যস্ত উত্তরবঙ্গে তিন জেলায়। শনিবার রাতের পর মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিএসএনএল গ্রাহকদের মোবাইলের স্ক্রিনে ‘নেটওয়ার্ক নেই’ লেখা ভেসে উঠেছে। বিএসএনএল সূত্রে জানানো হয়েছে, শিলিগুড়িতে থাকা সুইচিং রুমে যান্ত্রিক ত্রুটির ফলে ৩ জেলায় মোবাইল বিপর্যস্ত হয়ে পড়ে। ৯ লক্ষাধিক গ্রাহক দুর্ভোগে পড়েন। বিঘ্ন ঘটে প্রশাসনিক কাজে। বিএসএনএলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার সোমনাথ ঘোষের বক্তব্য, “শিলিগুড়িতে লাইন বসে সমস্যা হয়। কয়েকটি জেলার টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।” মালদহ ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবনাথ ভট্টাচার্য বলেন, “রবিবার দুপুরের পর অবশ্য পরিষেবা ঠিক হয়েছে।” যদিও, ল্যান্ডলাইন ও ইন্টারনেটের পরিষেবা স্বাভাবিক ছিল বলে সংস্থার তরফে দাবি করা হয়।
|
অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। রবিবার রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম ঝাপটু ঋষি। বাড়ি মোহিনীগঞ্জ এলাকায়। সোমবার ধৃতকে মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হবে। মাহিগ্রাম এলাকার ওই কিশোরী ৪ ডিসেম্বর মাঠে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়।
|
টাইব্রেকারে জয়
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
|
|
ফুটবল ফাইনালের সূচনা করলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি।
(ডান দিকে) খেলার একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র। |
|
আমানুল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের গোয়ালগাঁও ফুটবল দল। তারা টাইব্রেকারে ১-০ গোলে রায়গঞ্জ ব্লকের বাহিন পঞ্চায়েতের কুমরোল আজাদ সঙ্ঘকে পরাজিত করে। রবিবার রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অভোর নজরুল স্মৃতি সঙ্ঘ ও পাঠাগারের উদ্যোগে এই খেলা হয়। এ দিন বলে লাথি মেরে খেলার উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সি।
|
দু’টি মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রবিবার দু’টি এলাকা থেকে দু’জনের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করেছে। এ দিন সকালে বালুরঘাট থানার পতিরাম এলাকার ঝাপুরসি থেকে পুলিশ সন্তোষ টুডু (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ বাড়ি থেকে উদ্ধার করে। অপর ঘটনা বালুরঘাট শহরের সাহেবকাছারি এলাকায়। মৃতের নাম কিসানলাল সেনগুপ্ত (৬৮)। দু’জনই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।
|
সবলা মেলা পিছোল
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে তিন দিন পিছল সবলা মেলা। রবিবার স্থানীয় হাইস্কুল মাঠে হস্তশিল্পের ওই মেলা শুরু হওয়ার সমস্ত প্রশাসনিক প্রস্তুতি হয়ে যায়। জেলাশাসক তাপস চৌধুরী জানান, ম্যান্ডেলার স্মরণে ৩ দিন মেলা পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ থেকে ১৯ ডিসেম্বর বালুরঘাট হাইস্কুল মাঠে সবলা মেলা অনুষ্ঠিত হবে।
|
ক্ষুদিরামের মূর্তি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
শহিদ ক্ষুদিরাম বসুর ব্রোঞ্জ মূর্তি বসল কোচবিহার শহরে। রবিবার সাগরদিঘির কাছে ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ওই মূর্তি বসানো হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এর আবরণ উন্মোচন হয়। |