পাঠক্রমে গুরুত্ব পাবে উত্তরবঙ্গের ইতিহাসও
বম ও দশম শ্রেণির পাঠ্য ইতিহাস বইয়ে এবারে স্থান পেতে পারে উত্তরবঙ্গের ইতিহাসের কথা। রবিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বহু বছর ধরে পাঠ্য বইগুলি একই ভাবে স্থবির অবস্থায় পড়ে আছে বলে মনে করছেন তিনি। তাই রাজ্য সরকার ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্য বইগুলি নতুন করে পর্যালোচনা করে সংযোজন ও পরিমার্জন করছে। এবার নবম ও দশম শ্রেণির পাঠ্য বই নিয়ে পর্যালোচনা শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, “শীঘ্রই নবম ও দশম শ্রেণির পাঠ্য বইগুলি নিয়ে পর্যালোচনা হবে। তাতে আমরা উত্তরবঙ্গের ইতিহাসকে গুরুত্ব দেব। এখানকার ইতিহাস অনেক প্রাচীন। তা নতুন প্রজন্মের জানা দরকার। এতদিন তাকে গুরুত্ব দেওয়া হয়নি।” কোচবিহারের কোচ রাজাদের ইতিহাস বা জলপাইগুড়ির পুরোনো কাহিনী সবাই জানতে চায় বলে মনে করছেন ব্রাত্যবাবু। গুরুত্বের বিচারে তা কোনও অংশে কম নয়। এ সমস্ত প্রকাশ না করে মানুষকে জানার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও মনে করেন তিনি। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে কমন এন্ট্রান্স টেস্ট (ক্যাট) চালু হয়ে যাবে বলেও ব্রাত্যবাবু এদিন ঘোষণা করেন। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি ক্লাব’-এর উদ্বোধন করেন তিনি। ইউজিসির অনুদানে তৈরি হয়েছে এই ফ্যাকাল্টি ক্লাবটি।
ইউজিসির অনুদানে তৈরি ‘ফ্যাকাল্টি ক্লাব’ চালু করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।
বিশ্বদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার পাশাপাশি মানসিক স্থিতির জায়গা হিসেবে এর আত্মপ্রকাশ বলে উত্তরবঙ্গ বিশ্বদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাস জানান। তিনি বলেন, “এখানে, শিক্ষকরা পড়ানোর বাইরে, নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনার অবকাশ পাবেন। এতে যেমন কাজের বাইরে নিজেদের মানসিক স্থিতি বজায় থাকবে। তেমনি নানা গঠনমূলক কাজ করতেও উৎসাহ পাবেন।” এদিন ফ্যাকাল্টি ক্লাবের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ডিন অমিতাভ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন শিক্ষামন্ত্রী উত্তরবঙ্গে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেন। খুব শীঘ্রই বাঁকুড়া একটি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে তিনি জানান। পশ্চিমবঙ্গে ৩২ টি কলেজ ৫ টি নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় চালু হয়ে গিয়েছে। বাকিগুলোও শীঘ্রই চালু করা হবে। প্রচুর কলেজ তৈরি হচ্ছে। আগামী ১ বছরের মধ্যে বাংলার শিক্ষার চেহারা বদল যাবে বলে তিনি আশা করেছেন। উত্তর দিনাজপুরের চোপড়া, নকশাল বাড়ির হাতিঘিষা, জলপাইগুড়ির জটেশ্বরে একটি করে কলেজ ও শিলিগুড়ি মাটিগাড়ায় আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের পরিধি বৃদ্ধি করা হবে বলে ব্রাত্য বসু জানান। এদিন বক্তব্য পেশ করতে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তরের গ্রন্থাগার তৈরি করা হবে বলে ঘোষণা করেন গৌতম দেব।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.