দলের জেলা সম্পাদকমণ্ডলী সদস্যকে আহ্বায়কের ভার দিয়ে জলপাইগুড়িতে সংগঠনের কাজ পরিচালনার সিদ্ধান্ত নিল ফরওয়ার্ড ব্লক। দলের তরফে জলপাইগুড়ির পর্যবেক্ষক কোচবিহার ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ রবিবার জলপাইগুড়িতে এসে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী মাসের মধ্যে নতুন করে জেলা কমিটি গঠন করা হবে। সম্প্রতি ফব’র জেলা সম্পাদক প্রবাল রাহা সহ তিনটি শাখা সংগঠনের শীর্ষ নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন। দলের জেলা সভাপতি অঞ্জন বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। জেলা সম্পাদকমণ্ডলীর ৩ সদস্যও দল বদল করেছেন। এর জেরে জলপাইড়িতে দল কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে। সে কারণেই রাজ্য কমিটির নির্দেশে উদয়নবাবু সহ রাজ্য কমিটির অন্য সদস্যরা জলপাইগুড়িতে এসে এ দিন বৈঠক করেছেন। দলের বর্তমান সম্পাদকমণ্ডলীর এক সদস্য আব্দুল সাত্তারকে আহ্বায়ক বাছা হয়েছে। নতুন জেলা কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনি-ই দলের কাজ পরিচালনা করবেন। পাশাপাশি দলের কার্যালয় নিয়ে বিড়ম্বনায় বামফ্রন্টের এই শরিক দল। এত দিন শহরের টেম্পল স্ট্রিটে একটি ধর্মশালার কয়েকটি ঘর নিয়ে জেলা কার্যালয় চলত। দলবদলের পরে সেই ধর্মশালা কর্তৃপক্ষও ফরওয়ার্ড ব্লককে সেই কার্যালয় ছাড়ার জন্য চিঠি দিয়েছেন। সংস্থার সহ সভাপতি রঞ্জন সাহা বলেছেন, “কোনও রাজনৈতিক কারণে ওই সিদ্ধান্ত নয়। যারা সম্প্রতি অন্য দলে যোগ দিয়েছেন, তাঁরা পার্টি অফিস হিসেবে ওই ঘরগুলি ব্যবহার করতে চেয়েছেন। কোনও পক্ষকেই ঘর দেব না সিদ্ধান্ত নিয়ে, ফরওয়ার্ড ব্লককে ঘর ছাড়তে অনুরোধ করেছি।” রবিবার দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জ হাইস্কুলে দলের কর্মিসভা হয়। সেই সভায় দলের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়কে ফের দায়িত্ব দেওয়ার প্রস্তাব ওঠে। উদয়নবাবু অবশ্য কোনও মন্তব্য না করে জানান, সভায় নানা প্রস্তাব ও দাবি রাজ্য কমিটিকে জানানো হবে। |