টুকরো খবর
বদলাচ্ছে পোরোবস্তি

পোরো ইকো পার্ক পরিচ্ছন্ন রাখছেন আরতি-নিমারা। ছবি: নারায়ণ দে।
কুড়ুল আর ভোজালির বদলে হাতে এসেছে লাঠি আর ঝাড়ু। জঙ্গলে গিয়ে জ্বালানি সংগ্রহের থেকে এখন ওঁদের মন পর্যটকের যত্ন-আত্তিতে। পাঁচ বছর ধরে রাভা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের পোরো ইকোপার্কের দায়িত্ব সামলাচ্ছেন। ইকো পার্কের ভিতরে যাতে দূষণ না ছড়ায় সে বিষয়েও যথেষ্ট সর্তক গোষ্ঠীর মহিলারা। পার্কের ভিতরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে দুই গোষ্ঠীর সদস্যরা নজরদারি চালান। বক্সা জঙ্গলের কোলেই পোরোবস্তি। জ্বালানি সংগ্রহে জঙ্গলে ঢুকে বন কর্মীদের সঙ্গে বনবস্তির মহিলাদের প্রায়ই লুকোচুরি হত। এলাকায় একটি চড়ুইভাতি পার্ক তৈরি করে বন দফতর তাঁদের হাতে তা সামলানোর ভার দেওয়ার পর থেকে ছবিটা বদলেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “গ্রামের বহু জঙ্গলে কাঠ কাটতে জঙ্গলে যেতেন। পোরো নদীর ধারে বন দফতর একটি নজর মিনার গড়ে তা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেয়। নজরমিনারের চার পাশে পার্ক তৈরি করে, বোটিংও চালু করেছে দফতর। সবই করা হয়েছে, বাসিন্দাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতে।” শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে পোরো ইকো পার্কে গত বছর ৫০ হাজার পর্যটক এসেছিলেন বলে দফতর সূত্রে জানা গিয়েছে। পর্যটকদের প্রবেশ মূল্য, গাড়ি পার্কিং ও রেস্টুরেন্ট চালিয়ে গত মরসুমে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা আয় হয় গোষ্ঠীর। মাইচাং গোষ্ঠীর নেত্রী আরতি রাভা বলেন, “আমাদের দলে ৭০ জন রয়েছেন। পোরো নদীর ধারে কয়েক একর জায়গা নিয়ে ছড়িয়ে থাকা এই ইকো পার্কে প্রবেশ মূল্য বাবদ দশ টাকা করে নেওয়া হয়। পার্কিং ফি আলাদা।” আর একটি গোষ্ঠী সূর্যমুখী দলের নেত্রী নিমা রাভা বলেন, “দলে ১২ মহিলা রয়েছেন। তাঁর পার্কের ভেতর রেস্টুরেন্ট চালান। জঙ্গলের গাছ কাটার বদলে তা রক্ষার করাই এখন প্রধান কাজ। পর্যটন কেন্দ্রের থেকে পাওয়া আয়েই তো সংসার চলছে।

রাঙ্গাপানি স্টেশনে দাঁড়িয়ে প্যাসেঞ্জার
২ ঘণ্টার বেশি সময় রাঙ্গাপানি স্টেশনে দাঁড়িয়েছিল নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সন্ধ্যায়। ট্রেনে যাত্রী সংখ্যা কম থাকায় নির্জন স্টেশনে আতঙ্কিত হন যাত্রীরা। তাঁরা পরিজনদের ফোন করতে থাকেন। এক যাত্রী জানান, একের পর এক ট্রেন পার হয়ে গেলেও এই ট্রেনটি আটকে ছিল বহুক্ষণ। এনজেপি এরিয়া ম্যানেজার পার্থসারথি শীল বসেছেন, “প্ল্যাটফর্ম ফাঁকা না থাকাতেই এই সমস্যা। তবে সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি নির্বিঘ্নেই পৌঁছেছে।” ট্রেনটিতে মাত্র ১১ জন যাত্রী ছিলেন।

খুনে স্ত্রী গ্রেফতার
চা শ্রমিক স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে ধরল পুলিশ। গত শনিবার শামুকতলা থানার রায়ডাক চা বাগানের নয়া লাইনে পিছারু কেরকাট্টা (৫০) নামে এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই চা শ্রমিকের স্ত্রী কবিতা বাগোয়ার ও আরও চার প্রতিবেশীকে আটক করে জেরা শুরু করে পুলিশ।

পরীক্ষার্থী গ্রেফতার
মোবাইলে উত্তর শুনে পরীক্ষায় লেখার অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রেলের চাকরির পরীক্ষায়। অভিযোগ, কানে হেডফোন গুঁজে মোবাইলের মাধ্যমে ওই পরীক্ষার্থী প্রশ্নের উত্তর শুনে নিয়ে লিখছিল। আলিপুরদুয়ার বয়েজ হাইস্কুল থেকে যুবককে আটক করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.