মজুরি না পেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
টানা ২২ মাস পারিশ্রমিক না পেয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। রবিবার তাঁরা সকাল সাতটা থেকে প্রায় নটা পর্যন্ত পুরুলিয়া-বরাকর রাস্তা অবরোধ করেন। সেখানে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করতে এসে তাঁদের বিক্ষোভের মুখে পড়েন পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়। অস্থায়ী কর্মীদের পারিশ্রমিকের বিষয়টি পুরসভার অনেকদিনের সমস্যা। ওই কর্মীদের অভিযোগ, কাজ চালিয়ে গেলেও তাঁরা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না। তাঁদের তরফে নটু ঘোষাল, ভোলা ঘোষাল, গৌতম বাউরিদের অভিযোগ, “আমরা কাজ করলেও পারিশ্রমিক পাচ্ছি না। কী ভাবে আমাদের সংসার চলবে? বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে।” অবরোধের জায়গায় যান পুরসভার বিরোধী দলনেতা বিভাস দাস। তিনি বলেন, “পুরসভায় স্থায়ী শ্রমিক থাকলেও এই অস্থায়ী শ্রমিকরা কাজ না করলে তা অনেকটাই ব্যাহত হয়।” তাঁর আশ্বাস, পারিশ্রমিক না পেয়ে ওঁদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। তাই আমরা পরবর্তী বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটা স্থায়ী সমাধান চাইব। ওই অস্থায়ী কর্মীদের মধ্যে অনেকেই পুরএলাকায় সাফাইয়ের দায়িত্বে রয়েছেন। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “এটা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। আগামী বোর্ড মিটিংয়ে আমি এই বিষয়টি তুলে সমস্যা সমাধানের চেষ্টা করব।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সন্ধ্যায় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফস্সল থানার শুঁড়িবাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বিভীষণ বাউরি (২৪)। ওই এলাকার হিড়বহাল গ্রামে তাঁর বাড়ি। বাসটি একটি ডাম্পারকে ধাক্কা মারায় ছাদ থেকে বিভীষণ রাস্তায় আছড়ে পড়েন। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
|
বিজেপির মিছিল
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
চার রাজ্যে বিধানসভা ভোটে ভাল ফল করায় রবিবার বাঁকুড়া শহরে ও ছাতনায় বিজয় মিছিল করল বিজেপি। বাঁকুড়া শহরে মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার সহ জেলা নেতৃত্ব।
|
দল বদলে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
সিপিএমের প্রাক্তন প্রধান ৩৫৭টি শবর পরিবার-সহ তৃণমূলে যোগ দিলেন। বোরো থানার পেঁচাড়া গ্রামে রবিবার এক সভায় এই দলবদল হয়। ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো প্রমুখ।
|
যাত্রা প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিষ্ণুপুরে যাত্রা প্রতিযোগিতা শুরু হল। শনিবার যদুভট্ট মঞ্চে সূচনা করেন শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সাতটি দল যোগ দিয়েছে।
|
ওন্দার মানখামার গ্রাম্য ষোলোআনা আয়োজিত ‘অজিত স্মৃতি ফুটবল কাপ ২০১৩’-র ফাইনাল খেলায় জয়ী হল ওন্দার বেরাখামার ফুটবল ক্লাব। তারা ১-০ গোলে ওন্দার বালিয়াড়া ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। রবিবার মানখামার হাইস্কুল ফুটবল মাঠে ১৬টি দল যোগ দিয়েছিল। |