ক্ষমতা পেলেও দুর্নীতির সঙ্গে জড়ানো চলবে না বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দলের বৈঠকে নির্বাচিত জন-প্রতিনিধিদের এই বার্তা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। শনিবার শহরের হরিপদ সাহিত্য মন্দিরে দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। মূলত দুর্নীতি এড়িয়ে কী ভাবে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করতে হবে, কী ভাবে দলের সঙ্গে সমন্বয় রাখতে হবে, তাই ছিল বৈঠকের আলোচ্য বিষয়।
শান্তিরামবাবু বলেন, “এটা সমন্বয়ের বৈঠক ছিল। আমাদের যে-সব কর্মী বিভিন্ন স্তরে নিবার্চিত হয়ে ক্ষমতায় এসেছেন, তাঁদের কাছে জানিয়ে দেওয়া হল, কী ভাবে সমন্বয় রেখে কাজ করতে হবে। আর কোনও ভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।” গত ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় বৈঠক করতে এসে জন প্রতিনিধিদের বলেছিলেন, সরকারি আধিকারিকদের সঙ্গে সংঘাতে না যেতে। শনিবারের বৈঠকে সেই প্রসঙ্গটিও ওঠে। বক্তাদের লক্ষ যে জেলা সভাধিপতির বিভিন্ন দফতরে হানা, তা পরিস্কার হয় যখন নিজে তিনি নিজে বলতে ওঠেন।
সভাধিপতি সৃষ্টিধর মাহাতো অবশ্য রবিবার বলেন, “আমি বৈঠকে স্পষ্ট বলেছি, মানুষ চাইছেন বলেই আমি বিভিন্ন দফতরে হানা দিচ্ছি। মানুষ যেন সেই দফতরে গিয়ে কাজ পান। এটা নিয়ে আমাদের দলের মধ্যে একটু দ্বিমত রয়েছে। কেউ কেউ ভাবছেন যে তাতে তাঁদের সম্মানহানি হচ্ছে। কিন্তু, আমার কিছু করার নেই। আমি মানুষের কাছে দায়বদ্ধ।” |