টুকরো খবর
দিল্লিতে মমতা, কটাক্ষ গৌতমের
চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন আবাসন মন্ত্রী এবং সিপিএম নেতা গৌতম দেব। রবিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দলীয় জনসভায় এই প্রসঙ্গে তুলে গৌতম বলেন, “ডাক্তার দেখাতে না বিশ্রাম নিতে , নাকি কোনও বিশেষ লোকের সঙ্গে মিটিং করতে মমতা দিল্লি গেলেন তা জানতে চান রাজ্যের মানুষ।” বিজেপি তথা মোদির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “যখন আমরা চোদ্দোটা দল মিলে ঠিক করছি কী ভাবে মোদিকে রোখা হবে, তখন একটি দল চাইছে মোদিকে প্রধামনন্ত্রী করতে। আর ঠিক সেই সময়েই রাজ্যের একটি দল (পড়ুন তৃণমূল) এ নিয়ে কোনও কথাই বলছে না।” এ দিন মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন না করার আবেদন জানানো পাশাপাশি সারদা কাণ্ড এবং জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েনি সিপিএম। ফের সারদা কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে সিপিএমের জেলা সম্পাদক বলেন, “পুলিশ সারদার সম্পত্তির খোঁজ পাচ্ছে না। আজ-কালের মধ্যে আমার হাতে সারদার সম্পত্তির সব খতিয়ান চলে আসবে। তখন সে সব সম্পত্তি দখলের জন্য হাজার হাজার লোক পাঠানো হবে। তাঁরা গিয়ে ফ্ল্যাগ পুঁতে সম্পত্তির দখল নিয়ে পুলিশকে বলবে এই নিন সারদার সম্পত্তি।” এ দিন সভায় মহম্মদ সেলিম, সুভাষ মুখোপাধ্যায়, নীহরেন্দু চট্টোপাধ্যায় অনিমেষ মুখোপাধ্যায় প্রমুখ উপস্তিত ছিলেন। মহম্মদ সেলিম বলেন, “আলু, পেঁয়াজ, আদা, মুরগির মাংসের যখন দাম কমছে, তখন মুখ্যমন্ত্রী দাম বেঁধে দিয়ে আসলে বড় ব্যবসয়ীদের সাহায্য করলেন। আর গরিব চাষিরা ফসলের দাম পেল না।”

বান্ধবীকে কটূক্তির প্রতিবাদ করায় প্রহৃত
বান্ধবীর উদ্দেশ্যে কটূক্তির প্রতিবাদ করায় চার বন্ধুকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের নুনগোলা গ্রামে ওই ঘটনায় ধৃত আমিরুল পুরকাইত ও রকি মোল্লা স্থানীয় মঞ্জিল গ্রামের বাসিন্দা। আর এক জন অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। আহত চার যুবক ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ডায়মন্ড হারবার কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র মগরাহাটের বাসিন্দা সম্পদ হালদারের জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে সহপাঠী নুনগোলার বাসিন্দা মেহবুব হাসানের বাড়িতে বিকেলে ছোট অনুষ্ঠান ছিল। সেখানে সম্পদ ছাড়াও অমিত সাহা, দীপঙ্কর নাইয়া নামে দু’জন ছাত্র ও লেনিননগরের ওই ছাত্রীও ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তাঁরা পাঁচ জন স্থানীয় নদীবাঁধের উপরে বসে গল্প করছিলেন। সেই সময়ে কয়েক জন যুবক এসে ওই ছাত্রীর উদ্দেশ্যে কটূক্তি করে বলে অভিযোগ। তাঁর বন্ধুরা প্রতিবাদ করলে দু’পক্ষে বচসা, হাতাহাতি বেধে যায়। এর পরে মেহবুব সকলকে নিয়ে বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পরে আমিরুল ও রকি দলবল নিয়ে মেহবুবের বাড়িতে চড়াও হয়। ওই চার ছাত্রকে ব্যাপক মারধর করে। ছাত্রীটি কোনও রকমে পালিয়ে যায়। পরে তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও এক জন পালিয়ে যায়।

গ্যাঞ্জেস জুটমিলের কুলিলাইনে অগ্নিকাণ্ড, পুড়ল চারটি ঘর

আতঙ্কে ঘরের বাইরে বাসিন্দারা। ছবি: তাপস ঘোষ।
আচমকা আগুনে রবিবার দুপুরে পুড়ে গেল বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলের কুলিলাইনের পাশাপাশি চারটি ঘর। কেউ হতাহত না হলেও বাড়ির আসবাবপত্রের ক্ষতি হয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল ও পুলিশের অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ প্রথম আগুন ও ধোঁয়া দেখা যায় ওই মিলের এক শ্রমিকের ঘরে। বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ায় আগুন দ্রুত ছড়ায় পাশের আরও তিনটি ঘরে। বাসিন্দারা কিছু জিনিসপত্র এবং শিশুদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। আসে পুলিশও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুলিলাইনে বিদ্যুতের তারগুলি বিপজ্জনক ভাবে ঝুলছে। মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। এ দিন তার জেরেই দুর্ঘটনা ঘটে। ওই কুলিলাইনের বাসিন্দা সুনীল চৌধুরী বলেন, “সকলেই ঘর থেকে বেরিয়ে আসায় কোনও বড় বিপদ হয়নি ঠিকই। কিন্তু মিল কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুতের তারগুলির ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে ফের এমন দুর্ঘটনা ঘটতে পারে।”

অবসর নিতে চাই, বললেন রেজ্জাক
শারীরিক অসুস্থতার জন্য অবসর নিতে চান, জানালেন সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বারাসতে রবিবার একটি রক্তদান শিবিরে রেজ্জাক বলেন, “হাঁটু এবং কোমরে খুব ব্যথা। তাই অবসর নেব। কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে।” রেজ্জাক প্রায়ই প্রকাশ্যে দলের কার্যকলাপের সমালোচনা করে বিতর্ক তৈরি করেন। তাই দলের সঙ্গে তাঁর দূরত্বও রয়েছে। তাঁর এই মন্তব্য সেই দূরত্বেরই ফল কি না, জল্পনা চলছে। কান্তিবাবু কেরল থেকে বলেন, “রেজ্জাকের কোমরে ও হাঁটুতে সমস্যা আছে। ফিরে গিয়ে ওঁর সঙ্গে আলোচনা করব।”

যুবক খুন
ঘোলার মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক যুবকের নলি কাটা দেহ মিলেছে। পুলিশ জানায়, নিহতের নাম জয়ন্ত দাস (৪০)। ছাপাখানার কর্মী জয়ন্ত ইমারতি দ্রব্যও সরবরাহ করতেন। রাজা, হরি, দুলাল নামে স্থানীয় তিন যুবক এবং অন্য এক জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন জয়ন্তের ভাই অপু। অভিযুক্তেরা পলাতক। ক্ষিপ্ত বাসিন্দারা রবিবার রাতে দুলালের বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয়।

স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত স্বামী
স্ত্রীকে চপার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ভোরে ঘটনাটি ঘটে বসিরহাটের সীমান্তবর্তী পানিতর গ্রামের কাহারপাড়ায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রেখা মণ্ডল (২৫)। তাঁর স্বামী সুকুমার মণ্ডল ওরফে সনুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত অপরাধের কথা কবুল করে জানিয়েছেন, স্ত্রীর মেলামেশা পছন্দ না হওয়ায় অশান্তির জেরে তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.