একশো দিনের কাজে ফলের গাছ বহরমপুরে
০০ দিনের কাজের প্রকল্পে ২৫ কিমি রাস্তা বরাবর ফলের গাছ লাগানোর কাজ শুরু হয়েছে বহরমপুরে। এতে আগামী ছ’মাসে কিলোমিটার প্রতি ৯২টি শ্রম দিবস তৈরি হবে। এর আগে গত ১২ নভেম্বর থেকে সাগরদিঘি ব্লকের বোখরা-১, বন্যেশ্বর এবং মোরগ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৬১ কিমি রাস্তার ধারে বিভিন্ন ফলের গাছ লাগানোর কাজ চলছে।
কাজে ব্যস্ত মহিলারা। ছবি: গৌতম প্রামাণিক।
গত ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠায় রাজ্য উদ্যান পালন দফতর। তখন ওই প্রকল্প রূপায়নে মুর্শিদাবাদ জেলা উদ্যান পালন দফতর প্রথম এগিয়ে আসে। সেই মত সাগরদিঘি ব্লক থেকে কাজ শুরু হয়। গত ২ ডিসেম্বর থেকে বহরমপুরের কয়া গ্রামের ওই চারা লাগানোর কাজ শুরু হয়েছে। শুরুর দিন এলাকার বিভিন্ন স্বনির্ভর বা স্বয়ম্বর গোষ্ঠীর ১০০ জন মহিলাকে কাজে লাগানো হয়। উদ্যান পালন দফতরের অধীনে রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান উন্নয়ন নিগম লিমিটেড ওই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রকল্পের আওতায় গাছ প্রতি ১ কিলো সার স্থানীয় পঞ্চায়েত সরবরাহ করবে।
এতে মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন হবে কীভাবে?
জেলা উদ্যান পালন দফতরের সহ-উদ্যানবিদ শুভদীপ নাথ বলেন, “১০০ দিনের কাজের আওতায় শ্রম দিবস তৈরি করে মহিলাদের কাজে লাগানো হচ্ছে। এতে তাঁরা নিয়মিত মজুরি পাচ্ছেন। সেই সঙ্গে ৩-৪ বছরের মধ্যে ওই গাছ যখন ফলন উত্‌পাদন করবে, তখন সেই ফলন বিক্রির সত্ত্ব থাকবে সংশ্লিষ্ট গোষ্ঠীদের মহিলাদের উপরে। ওই ফল বিক্রি করে তাঁরা অর্থ আয় করবেন।” আইবিএফ (ইনডিভিজুয়াল বেনিফিশিয়ারি সিস্টেম) বা ব্যক্তি উপভোক্তা উপযোগী পদ্ধতির অধীনে বিভিন্ন রকমের আম, ভাল জাতের জাম, বারো মাসের কাঁঠাল গাছ লাগানো হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.