টুকরো খবর
পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের
দুই জেলায় পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। শুক্রবার রাতে বেসরকারি বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃতু্য হল দুই যুবকের। রানিনগরের কাতিকেরপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত কামাল হোসেন (১৯) ও বাচ্চু শেখ (৩০) রানিনগরের সেখপাড়ার বাসিন্দা। ডোমকলের এসডিপিও অরিজিত্‌ সিংহ জানান, বহরমপুরের দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাচ্চু শেখের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কামালের। বাসটিকে আটক করা হয়েছে। এ দিনই তেহট্টের গোপীনাথপুর গ্রামে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তাপস বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির। অন্য দিকে, দুই বাসের রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে নবদ্বীপ-কৃষ্ণনগর রুটের সুবর্ণবিহারের এই দুর্ঘটনায় মৃতের নাম মিঠু মণ্ডল (৩৪)। তিনি নদিয়ার হাঁসখালির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ও ছেলেকে নিয়ে এ দিন মিঠুদেবী নবদ্বীপের গঙ্গায় স্নানে গিয়েছিলেন। ফেরার পথে দু’টি বাসের রেষারেষির মাঝে পড়ে যান তাঁরা। একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুদেবীর। তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ দিনই নওদার শিবনগরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে যতন শেখ (৩০) নামে এক ব্যক্তির।

কংগ্রেস ছেড়ে যোগ তৃণমূলে
কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-নেত্রী তৃণমূলে যোগ দিলেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ সিংহ রায় সহ বেলপুকুর, সাধনপাড়া-২ ও রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য রবিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও পরিষদীয় সচিব নাসিরউদ্দিন আহমেদ। জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উজ্জ্বলবাবু বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে শ্যামাপ্রসাদবাবুরা তৃণমূলে এলেন।’’ কৃষ্ণনগর-২ ব্লক কংগ্রেসের সভাপতি রণজিত্‌ গুহ বলেন, ‘‘ওঁরা দলের ভিতরে থেকে অর্ন্তঘাত করছিলেন। ওঁরা দল ছাড়ায় আমরা খুশি’’

শুরু কল্যাণী বইমেলা
সপ্তদশ কল্যাণী বইমেলা শুরু হল। শনিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চিত্র পরিচালক তরুণ মজুমদার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু, রানাঘাটের সাংসদ সুচারুরঞ্জন হালদার প্রমুখ। স্থানীয় সেন্ট্রাল পার্কের পাশের ময়দানে আয়োজিত এই বইমেলায় ৬৬টি বুক স্টল, ২০টি খাবারের স্টল এবং ২০টি বাণিজ্যিক স্টল রয়েছে। বইমেলার এ বারের থিম ভারতীয় চলচিত্রের শতবর্ষ। দশ দিন ব্যাপী এই বই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অস্ত্র সহ গ্রেফতার
অস্ত্র-সহ আলাউদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ডোমকলের শাহাবাজপুর গ্রামের এই ঘটনায় দু’টি পাইপগানও উদ্ধার করা হয়েছে। ধৃতকে জেরা করে ওই চক্রে কেউ জড়িত কিনা, তাও দেখা হচ্ছে।যুবকের দেহ উদ্ধার। প্রশান্ত কর্মকার (৩৭) নামে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি পায়রাডাঙায়। শনিবার রাতে হাঁসখালির তারকনগর কালভার্ট থেকে তার দেহ মেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.