টুকরো খবর |
ভস্মীভূত দোকান
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আগুন লেগে ভস্মীভূত হল ৮টি দোকানঘর। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ার রাধাবল্লভচক পঞ্চায়েত এলাকার পূর্ব চিল্কা বাজারে। প্রথমে স্থানীয় বাসিন্দারা পাম্পসেট বসিয়ে জল তুলে ওই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার রাধাবল্লভচক এলাকায় কাঁসাই নদীর বাঁধের উপরে পূর্ব চিল্কা বাজারে একশোর বেশি দোকান রয়েছে। এ ছাড়াও শনিবার বিকেলে সেখানে সাপ্তাহিক হাট বসেছিল। সন্ধে ৭টা নাগাদ মণ্ডপসজ্জার কাজে যুক্ত একটি ডেকরেটর্সের গুদামে আগুন লেগে যায়। এরপরেই ওই গুদাম ঘরের উপর দোতলায় থাকা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে যখন, ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে ৮টি দোকান। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বিদ্যুত্ সরবরাহ ছিল না। ফলে শট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বই, পোশাক পাবে নার্সারির পড়ুয়াও
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জেলার বেসরকারি নার্সারি স্কুলগুলিকে সরকারি সুবিধা দেওয়ার লক্ষ্যে স্কুলগুলির নিবন্ধীকরণ শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নিবন্ধীকরণ করালে ওই স্কুলের পড়ুয়ারা বিনামূল্যে সরকারি পাঠ্যবই, পোশাক ও মিড-ডে মিলের সুবিধা পাবে। তবে, ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কোনও সুবিধা পাবেন না। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, “শিক্ষার অধিকার আইন, ২০০৯-মেনে আগেই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে নিবন্ধীকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মতো জেলার ৬০০টি বেসরকারি নার্সারি স্কুল নিবন্ধীকরণের আবেদন জানায়। বিভাগীয় পরিদর্শনের পর ৪০০টি স্কুলের নিবন্ধীকরণ হয়েছে।” তিনি জানান, বাকি ২০০টি স্কুল পরিদর্শনের পর নিবন্ধীকরণ করা হবে। জেলা পরিষদ সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ওই স্কুলগুলিতে সুবিধাগুলি চালু করার চিন্তাভাবনা চলছে।
|
উদ্ধার নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অপহরণের চার মাস পর উদ্ধার হল নাবালিকা। শনিবার খেজুরি থানার বগা গ্রামে হানা দিয়ে পুলিশ অপহৃতা ওই নাবালিকাকে উদ্ধার করে। অপহরণে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। গত জুলাই-এ খেজুরি থানার ছোট কষাফলিয়া গ্রামের ওই কিশোরীকে স্থানীয় বড়গরানিয়া গ্রামের দুই যুবক, হিমাংশু পাত্র ও সমীরণ দাস অপহরণ করেছে বলে অভিযোগ হয়েছিল থানায়। সেই মতো পুলিশ মামলা দায়ের করে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বোগা গ্রামে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করে। ওই দিনই ধৃত দুই যুবককে কাঁথি আদালতে হাজির করা হলে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
|
বামেদের অবস্থান
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সাতাশটি বামপন্থী সংগঠনের ডাকে অবস্থান-বিক্ষোভ হল পটাশপুর ২ ব্লকের খরাইবাজারে। কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি, ক্রম বর্ধমান বেকারত্ব, নারী মর্যাদা-সহ ১৩ দফা দাবিতে ওই অবস্থান চলে। অবস্থান-বিক্ষোভ ছিলেন লোকাল কমিটির সদস্য কালিপদ মহাপাত্র, আরএসপির অঞ্জন মাইতি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডা, মালতী আচার্য প্রমুখ নেতৃত্ব।
|
ম্যান্ডেলা স্মরণ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত নেলসন ম্যান্ডেলা স্মরণে শনিবার কাঁথি হাইস্কুলে এক স্মরণসভা আয়োজিত হয়। বরেণ্য নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক অরূপকুমার দাস-সহ স্কুলের শিক্ষক-ছাত্ররা। পরে এক আলোচনা সভায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে ম্যান্ডেলার নেতৃত্ব, গাঁধীবাদে তাঁর অবিচল আস্থা নিয়ে বক্তব্য রাখেন স্কুল শিক্ষকরা। |
|