|
|
|
|
অনুমতি নেই, সিটুর সমাবেশ স্থগিত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুলিশের অনুমতি না মেলায় সিটুর ঘোষিত কর্মসূচি স্থগিত হয়ে গেল। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১০ হাজার টাকা করা, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া, মূল্যবৃদ্ধি রোধ-সহ ১০ দফা দাবিতে রবিবার মেদিনীপুরে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছিল সিপিএমের শ্রমিক সংগঠন। প্রধান বক্তা ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। ঠিক ছিল, বিদ্যাসাগর হল মাঠে সমাবেশ হবে। কর্মসূচির সমর্থনে শহর জুড়ে প্রচার চলে। পোস্টার সাঁটানো হয়। কিন্তু শুক্রবার রাতে সিটু নেতৃত্ব জানতে পারেন, পুলিশ সমাবেশে অনুমতি দিচ্ছে না। এ দিনই বিদ্যাসাগর হলে দলের জেলা কমিটির বর্ধিত সভা করে তৃণমূল। পুলিশ সূত্রের দাবি, তৃণমূল নেতৃত্ব আগে অনুমতি চেয়েছিলেন। তাই তাঁদের অনুমতি দেওয়া হয়। একই দিনে কর্মসূচি হওয়ায় সিটুকে অনুমতি দেওয়া হয়নি। এক সিটু নেতার অবশ্য দাবি, তৃণমূল পরে অনুমতি চেয়েছে। এ ক্ষেত্রে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করেছে। দীপক সরকার বলেন, “পুলিশের অনুমতি মেলেনি। তাই সভা স্থগিত করতে হয়।” সিটুর জেলা সম্পাদক বিশ্বনাথ দাস জানান, পরে ওই সভা হবে। এ নিয়ে মন্তব্যে নারাজ তৃণমূল নেতৃত্ব। আর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। |
|
|
|
|
|