টুকরো খবর
ডেবরার সংঘর্ষে ধৃত সিপিএমের আরও ১০
তৃণমূল কার্যালয়ে আগুন ও মিছিলে হামলার অভিযোগে ডেবরায় সিপিএমের আরও ১০ জনকে গ্রেফতার কর পুলিশ। রবিবার তাদের মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়। এই ঘটনায় সিপিএমের ডেবরা জোনাল সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল-সহ ১৫ জনকে শনিবার গ্রেফতার করা হয়েছিল। প্রাণকৃষ্ণবাবু-সহ ৫ জনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হাজতের নির্দেশ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তৃণমূল কার্যালয়ে আগুন লাগার জেরে শুক্রবার সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধে ডেবরার লোয়াদায়। এলাকায় গিয়ে আক্রান্ত হয় পুলিশও। পুলিশের তরফে সুয়ো-মোটো মামলা রুজু হয়। তৃণমূলও পৃথক দু’টি অভিযোগ দায়ের করে। লোয়াদায় নতুন করে আর সংঘর্ষ বাধেনি। এলাকায় পুলিশি টহল চলছে। ধরপাকড়ের জেরে সিপিএম কর্মী-সমর্থকেরা অনেকেই এলাকা ছেড়েছেন। প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের জোনাল সদস্য জাহাঙ্গির করিম বলেন, “যেখানে ঘটনা ঘটেছে, তার থেকে ১০ কিলোমিটার দূরে আমাদের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের ভয়ে অনেকে এলাকার বাইরে আছেন।” তৃণমূলের ব্লক সভাপতি রতন দে এ দিন হাসপাতাল থেকে ফিরে ব্লক কমিটির বৈঠক ডেকেছিলেন। রতনবাবু বলেন, “সিপিএমের হামলার প্রতিবাদে বিভিন্ন অঞ্চলে মিছিল হচ্ছে। আগামী কর্মসূচি স্থির করতেই এ দিন বৈঠক হয়েছে।”

স্কুল ভোটে জয়ী তৃণমূল
দীর্ঘদিন সিপিএমের দখলে থাকা একটি বিদ্যালয় ও একটি গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। শনিবার মোহনপুরের ওই দু’টি প্রতিষ্ঠানে মনোনয়ন জমার শেষ দিন ছিল। কোনও সিপিএম সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে এ বার ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে তৃণমূল। নীলদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি গত ৩০ বছর সিপিএমের দখলে ছিল। অন্য দিকে, ১৯৮৩ সাল থেকে মোহনপুর গ্রামীণ গ্রন্থাগারের পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। এ বার ৮টি আসনের একটিতেও সিপিএমের কেউ মনোনয়ন দেননি। ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ পাত্র বলেন, “মুখ্যমন্ত্রীর জন্য এলাকায় একটি কলেজ, ৯টি প্রাথমিক ও বেশ কিছু উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি হতে চলেছে। এই পরিস্থিতি সিপিএম প্রার্থী খুঁজে পায়নি।” যদিও সিপিএম নেতা রমণীকান্ত জানা বলেন, “আমরা কাউকে প্রার্থী করে আক্রমণের মুখে ঠেলে দিতে চাইনি। তাই প্রতিদ্বন্দ্বিতা করিনি।”

বালিচকে শুরু সেতুর কাজ
থমকে থাকা সেতু নির্মাণ শুরু হল ডেবরা-সবং রাজ্য সড়কে। রবিবার ডেবরার বালিচকের কাছে গোদাবাজারে ওই সেতুর কাজ শুরু করেছে পূর্ত দফতর। প্রাথমিকভাবে ‘পাইলিং’য়ের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল ডেবরা-সবং রাজ্য সড়কে সংস্কারে ১০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২৭কিলোমিটার সড়কপথে মোট ৫টি সেতু তৈরি হওয়ার কথা। বাকি ৪টির কাজ দ্রুত গতিতে চললেও গোদাবাজারের কাছে পাস্তুফি খালের উপর ৪২ মিটার দীর্ঘ ও ৭মিটার চওড়া নতুন সেতু গড়ার কাজে বাধা দেয় তৃণমূল সমর্থিত গ্রামবাসীরা। গত ৩০ নভেম্বর থেকে কাজ বন্ধ হয়ে যায়। গত বুধবার ভূমি দফতরের আধিকারিকদের নিয়ে জমি জরিপ করেন পূর্ত দফতরের আধিকারিকেরা। তাঁরা জানান, পুরনো ভগ্নপ্রায় সেতুর পূর্ব দিকে পূর্ত ও সেচ দফতরের যথেষ্ট জমি রয়েছে। ফলে সেখানে সেতু গড়লে কোনও রায়তি জমির ক্ষতি হবে না। এর পরেই এ দিন থেকে কাজ শুরু হল। পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অম্বিকা পাত্র বলেন, “৫টি সেতুর কাজই মার্চের মধ্যে শেষ করার কথা।”

জাতীয় শোকে পিছোল মেলা
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রয়াণে জাতীয় শোক চলছে। এ জন্য পিছিয়ে গেল সবলা মেলা। ঠিক ছিল, রবিবার থেকে মেদিনীপুর বিদ্যাসাগর হল মাঠে শুরু হবে মেলা। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। সেই মতো আয়োজনও করা হয়। তৈরি হয় স্টল। ঠিক ছিল, রবিবার বিকেলে মেলার উদ্বোধন হবে। কিন্তু ম্যান্ডেলার মৃত্যুতে তা স্থগিত করে দেওয়া হয়। ৫ দিনের জাতীয় শোক শেষ হবে কাল, মঙ্গলবার। জেলা প্রশাসন সূত্রে খবর, ঠিক কবে থেকে সবলা মেলা শুরু হবে, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে।

বিজেপির মিছিল
মধ্যপ্রদেশ, রাজস্থান সহ চার রাজ্যে বিধানসভা ভোটে সাফল্যের পর রবিবার বিকেলে মেদিনীপুরে মিছিল করে বিজেপি। আবির খেলায় মাতেন দলের কর্মী- সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন দলের শহর সভাপতি অরূপ দাস। শহর সভাপতি বলেন, “ভোটের ফল থেকে স্পষ্ট, মানুষ এ বার বিজেপিকে চাইছেন। বিজেপির উপরই আস্থা রাখছেন।” এদিন মেদিনীপুরে দলের এক বৈঠক ছিল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। বৈঠকের পর বিকেলে শহরে মিছিল করেন কর্মী- সমর্থকেরা।

গাছে ধাক্কা বাসের
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছে ধাক্কা মারায় আহত হলেন ২০ জন যাত্রী। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কেশিয়াড়ি রাজ্য সড়কের বিষ্ণুনগরে। আহতদের প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও কেশিয়াড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর জখম তিন জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুর-ভসরাঘাট রুটের বাসটি খড়্গপুর থেকে ভসরাঘাট যাচ্ছিল। দুর্ঘটনার পরে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.