টুকরো খবর |
আবার ভাঙল জঙ্গি সংগঠন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের টুকরো হল জিএনএলএ সংগঠন। ২০১১ সালে দলের চেয়ারম্যান চ্যাম্পিয়ন সাংমা বাংলাদেশে গ্রেফতার হয়। বন্দি জঙ্গি নেতা গত বছর শান্তি আলোচনায় রাজি ও ভোটে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ করায়, সেনাধ্যক্ষ সোহন ডি শিরার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সোহন সংগ্রামপন্থী জিএনএলএ জঙ্গিদের নিয়ে নাশকতা চালিয়ে যাচ্ছে। এ বার সেই গোষ্ঠীতেও ভাঙন ধরল। সংগঠনের প্রাক্তন অর্থ সচিব রিডিং টি সাংমা কয়েক জন জঙ্গিকে নিয়ে শিবির ছেড়ে পালায়। জিএনএলএ (এফ) নামে নতুন শাখা গঠনের কথা ঘোষণাও করে তারা। দক্ষিণ গারো হিল এলাকায় ঘাঁটি গড়েছে জিএনএলএ (এফ)। রিডিং-এর দাবি, সে টাকা লুঠ করে, আদায় করে সোহনের হাতে তুলে দিত। কিন্তু, সোহন তাকে বা দলের কাউকে টাকার ভাগ না দিয়ে নিজে সব টাকা রেখে দিত। প্রতিবাদ করায় অর্থ সচিবের পদ থেকে রিডিংকে বরখাস্ত করা হয়।
|
স্টেশন থেকে গ্রেফতার গুঞ্জনের অপহরণকারী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শেষ পর্যন্ত ধরা পড়ল গুঞ্জনের অপহরণকারী। পুলিশ জানায়, ধৃতের নাম বিমান বরা। পিস্তল-সহ ওই দুষ্কৃতীকে প্রথমে জঙ্গি ভাবা হলেও, পরে জানা যায়, সে এক জন ডাকাত এবং গাড়ি চোর। জঙ্গল দিয়ে নাগাল্যান্ডের টুলিতে চলে গিয়েছিল বিমান। সেখান থেকে ফেরে ডিব্রুগড়ে। গত রাতে ডিব্রুগড় থেকে ট্রেনে রওনা হয়ে শিমলুগুড়ি পৌঁছয়। স্টেশনেই পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি বোকাখাতের চাপরিগাঁওতে। উজানি অসমের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি ও গাড়ি চুরির মামলা ঝুলছে। একই ঘটনায় জড়িত অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
|
বিহারে বাস দুর্ঘটনা, মৃত ৮
নিজস্ব সংবাদদাতা • ছপরা |
বিহারে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৮ জনের। জখম ১৭। আজ সকালে সারন জেলায় কর্ণপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, পটনাগামী একটি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়েছিল। ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দু’জনের। আহতদের মধ্যে কয়েক জন আশঙ্কাজনক। বাস দু’টিকে আটক করা হলেও, চালকরা পলাতক।
|
গুলিতে হত জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক জঙ্গির। পুলিশ জানায়, চিরাং জেলার বল্লমগুড়ি অঞ্চলে এনডিএফবি-র সংবিজিৎ বাহিনী ঘাঁটি গড়েছে খবর পেয়ে গত রাতে পুলিশ, সিআরপি হানা দেয়। দৈবুংজরার জঙ্গলে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই হয়। তাতে বি বসুমাতারি নামে এক জঙ্গির মৃত্যু হয়েছে।
|
তেজপালের বিরুদ্ধে আরও অভিযোগ |
সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত তহেলকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে আরও দু’টি অভিযোগ আনল গোয়া পুলিশের অপরাধদমন শাখা। ৩৪১ ধারা (বলপূর্বক কাউকে নড়াচড়া করতে না দেওয়া) এবং ৩৪২ (জোর করে আটকে রাখা) ধারায় অভিযুক্ত তেজপাল। মহিলার বিবৃতি, অন্য সাক্ষীর বয়ান ও ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা নতুন অভিযোগ এনেছেন। তরুণ এবং ওই মহিলার ইমেল আলোচনা নিয়ে সংস্থার প্রাক্তন ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীকেও প্রশ্ন করে পুলিশ।
পুরনো খবর: যৌন ক্ষমতার পরীক্ষায় পাশ করলেন তেজপাল |
ইতালীয় মহিলাকে যৌন হেনস্থা |
যৌন হেনস্থার শিকার হলেন ইতালীয় এক মহিলা। বেঙ্গালুরুর শান্তিনগরে বিদেশি পর্যটকদের নাম নথিভুক্তিকরণ দফতরের কৃষ্ণকুমার নামে এক অফিসারকে ওই ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে। সাহায্য করার অছিলায় গাড়িতে ওই মহিলার সঙ্গে কৃষ্ণকুমার অশালীন আচরণ করেন বলে অভিযোগ।
|
মুকুলের দ্বারস্থ দীপের বাবা |
ছেলেকে ফিরে পেতে তৃণমূলের দ্বারস্থ হলেন মিজোরাম থেকে অপহৃত বাঙালি ইঞ্জিনিয়ার দীপ মণ্ডলের বাবা নিখিল মণ্ডল। তৃণমূল ভবনে গিয়ে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে দেখা করেন।
পুরনো খবর: বাংলাদেশে অশান্তির জেরে থমকে দীপ-উদ্ধারের কাজ |
জয়ী প্রাক্তন কম্যান্ডার |
মুম্বই সন্ত্রাসের সময় জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে শ্রবণ শক্তি হারান প্রাক্তন এনএসজি কম্যান্ডার সুরেন্দ্র সিংহ। দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে জিতলেন তিনি। আম আদমি পার্টির হয়ে এ বার ভোটে দাঁড়িয়েছিলেন সুরেন্দ্র। বিজেপির প্রার্থী কর্ণ সিংহ তানওয়ারকে ৩৫৫ ভোটে হারিয়েছেন সুরেন্দ্র।
|
না-এ হ্যাঁ |
আম আদমি পার্টির মতো নির্বাচনী প্রক্রিয়ায় খাতা খুলল না-ভোটও। নির্বাচন কমিশনের পরিভাষায় ‘নান অব দ্য অ্যাবাভ’ (নোটা)। কাউকে ভোট না দেওয়ার এই বিকল্প ব্যবস্থায় দিল্লিতে ৪৫,৬০০টি ভোট পড়েছে। অর্থাৎ ০.৫৮ শতাংশ। সবচেয়ে এগিয়ে রয়েছে ছত্তীসগঢ়। ৩% ভোটার কাউকেই সমর্থন জানাননি। তার মধ্যে সবচেয়ে বেশি বিজাপুরে। রাজস্থান ও মধ্যপ্রদেশে ১.৯২ ও ১.৯%।
|
প্যান নেই |
দেশের চার রাজ্যে ভোট হয়ে তার ফলাফলও বেরিয়ে গেল। অথচ এখনও প্যান নম্বরই নেই বহু প্রার্থীর। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী কর রিটার্নের জন্য প্যান নম্বর দরকার। অভিযোগ, এ বার ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির প্রায় এক হাজার প্রার্থী প্যান সংক্রান্ত তথ্য জমা দেননি।
|
শীর্ষে দিল্লি |
কোটিপতি বিজয়ী প্রার্থীদের নিরিখে ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশকে বহু পিছনে ফেলেছে দিল্লি। পরিসংখ্যান বলছে, ৭০ সদস্যের বিধানসভায় প্রায় তিন চতুর্থাংশ অর্থাৎ ৫২ জন সদ্যনির্বাচিত বিধায়কই ‘কোটিপতি’। |
|