নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইককে, পরে একটি স্কুটারকে ধাক্কা মারল একটি গাড়ি। ঘটনাস্থলেই মারা গেলেন মোটরবাইকের আরোহী। স্কুটার চালক গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নিউ টাউনের যাত্রাগাছি মোড়ে। মৃতের নাম আহমেদ রহমান খান (৩০)। আহতের নাম মিলন মিত্র (২৭)। পুলিশ জানায়, এয়ারপোর্ট থেকে সল্টলেকমুখী ওই গাড়িটি যাত্রাগাছি মোড়ের কাছে প্রথমে মোটরবাইকটিকে ধাক্কা মারে। তার পরে গিয়ে ধাক্কা মারে স্কুটারকে। মোটরবাইকের আরোহী আহমেদ ছিটকে পড়েন অনেকটা দূরে। মিলনবাবুও স্কুটার থেকে ছিটকে পড়েন। রক্তাক্ত আহমেদ রহমানকে চিনার পার্কের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মিলনবাবুকেও ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। গাড়ির চালক শৈবাল চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শৈবালবাবুর বাড়ি সল্টলেকে। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শৈবালবাবু মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।পুলিশ জানায়, আহমেদ রহমানের বাড়ি নবাবপুরে। মিলনবাবুর বাড়ি নারকেলডাঙা থানা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিউ টাউন রোডে গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে স্পিড ব্রেকার থাকলেও গাড়িগুলি নিয়ম মানে না। পুলিশও থাকে না সব সময়ে। যদিও পুলিশের দাবি, ওই রাস্তায় পুলিশের টহলদারি আগের থেকে অনেকটাই বেড়েছে। দুর্ঘটনার সংখ্যাও কমেছে।
|
ফের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল সাসপেন্ড হওয়া পুলিশকর্মী তারক দাসের বিরুদ্ধে। পুলিশ জানায়, রবিবার বাঘাযতীন স্টেশনের কাছে পিন্টু দাস নামে এক পুরকর্মীকে তারক মারধর করেছেন বলে অভিযোগ। পিন্টুবাবু ওই এলাকায় সিপিএমের শাখা সম্পাদক। আহত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী চন্দনা দাসের অভিযোগের ভিত্তিতে তারকের বিরুদ্ধে অস্ত্র-আইন, মারধর ও হুমকির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পাটুলি থানা। তবে রাত পর্যন্ত তারককে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রের খবর, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি বামপন্থীদের ডাকা বন্ধে তারকের নেতৃত্বে পাটুলি এলাকায় শ্রমিক সংগঠন, সিটুর দলীয় অফিস ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় লালবাজারের গুন্ডাদমন শাখা গ্রেফতার করে তারককে। সাসপেন্ড করে বিভাগীয় তদন্তও শুরু করা হয় তাঁর বিরুদ্ধে। তার পরেও কয়েক বার স্থানীয় ব্যবসায়ী ও বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। আদালত তারককে ওই এলাকায় না ঢুকতে নির্দেশ দিয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। রবিবারের ঘটনা প্রসঙ্গে তারক দাস অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।
|
পাত্র সেজে পাত্রীর সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছিলেন বেহালার বাসিন্দা অশোক চক্রবর্তী। গড়িয়াহাট থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল ৩ ডিসেম্বর। রবিবার বোলপুর থেকে অশোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কাগজে বিজ্ঞাপন দেখে কল্যাণীর শিক্ষিকা পাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল অশোক। ফোনেই আলাপ জমিয়ে গত ৩ ডিসেম্বর পাত্রীকে বাবুঘাটের কাছে সেজেগুজে আসতে বলে সে। তার পরে সুযোগ বুঝে গড়িয়াহাটের একটি সোনার দোকানের সামনে থেকে পাত্রীর সমস্ত গয়না নিয়ে চম্পট দেয়। পাত্রীর অভিযোগের ভিত্তিতেই অশোককে ধরে পুলিশ। আগেও এই ধরনের ঘটনায় অশোককে রানাঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। |
প্রতিবেশীর শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। মৃতের নাম লক্ষী সিংহ (৪০)। পুলিশ জানায়, তিনি মত্ত অবস্থায় ছিলেন। বাড়ি ফেরার পথে ডিভাইডার লাফিয়ে পার হতে গিয়েছিলেন তিনি। টাল সামলাতে না পেরে ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তাতেই পড়ে যান। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
শ্রীশচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য ইস্তফা দিলেন। পরিচালন সমিতি সূত্রে জানা গিয়েছে, শনিবার তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। পার্থবাবু রবিবার বলেন, শাসক দল এবং পরিচালন সমিতির চাপ ও হুমকির জেরে সরে দাঁড়ালেন তিনি। |