টুকরো খবর
জলদাপাড়ায় ফের শুরু হল সাফারি
রবিবার থেকে ডুয়ার্সের চিলাপাতা ও জলদাপাড়ার জঙ্গলে ফের শুরু হল জঙ্গল সাফারি। গত ২২ অক্টোবর কোদালবস্তি এলাকায় জঙ্গল সফারির সময় ‘জিপসি’ গাড়ির দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় জঙ্গল সাফারির জিপসি গাড়িগুলির নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠার পরে বন দফতর থেকে সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গাড়িগুলির বাণিজ্যিক লাইসেন্স না থাকায় সেগুলি যান্ত্রিক ভাবে কতটা নিরাপদ তার পরীক্ষা হত না বলে অভিযোগ। প্রতিটি গাড়িকেই বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে বলে জানিয়ে সাফারি বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রশাসন ও বন দফতরের নির্দেশ মেনে সাফারির গাড়ির মালিকেরা বাণিজ্যিক লাইসেন্সের জন্য আবেদন করায় এ দিন থেকে ফের সাফারি শুরু করার অনুমতি দেয় প্রশাসন। প্রসঙ্গত গত শুক্রবার বিষয়টি নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার বিভিন্ন সংগঠন এবং সরকারি আধকারিকদের সঙ্গে বৈঠকও করেন। সেই বৈঠকেই ফের দ্রুত সাফারি চালুর প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়। এ দিন থেকে সাফারি শুরু হওয়ায় খুশি পর্যটকেরাও। একটি ট্যুর অপারেটর সংস্থার কর্তা বলেন, “সাফারি বন্ধ থাকায় বহু পর্যটক সম্প্রতি জলদাপাড়া আর চিলাপাতায় যেতে চাইছিলেন না। রবিবার সাফারি শুরু হওয়ায় সে প্রবণতা থাকবে না। ভিড় বাড়বে।”

পুরনো খবর:
ফিয়াটের নয়া বিপণন কৌশল
ভারতের বাজারে ঘুরে দাঁড়াতে ২০১৬-র মধ্যে ৯টি নতুন গাড়ি আনার পরিকল্পনা নিয়েছিল ইতালীয় সংস্থা ফিয়াট- ক্রাইসলার ইন্ডিয়া। এর মধ্যে একটি, লিনিয়া-ক্লাসিক ইতিমধ্যেই ভারতে পা রেখেছে। সংস্থার প্রেসিডেন্ট ও এমডি নাগেশ বাসবনহাল্লি জানান, নতুন ডিলারও নিয়োগ করছেন তাঁরা। গাড়ি তৈরির জন্য টাটা মোটরসের সঙ্গে গাঁটছড়া থাকলেও বিপণনে ১ এপ্রিল থেকে আলাদা হয়ে গিয়েছে দুই সংস্থা। এখন নিজস্ব শো-রুম থেকেই গাড়ি বিক্রি করছে ফিয়াট। দেশ জুড়ে সংস্থার ডিলার সংখ্যা ৯৩। চলতি অর্থবর্ষে তা ১০০-এ পৌঁছবে, জানান নাগেশ। পূর্বাঞ্চলে তৈরি হবে চারটি। এ দিকে, উৎসবের মরসুমে ক্রেতা টানতে পুন্টো এবং লিনিয়া গাড়ির ক্ষেত্রে ‘অ্যাবসলিউট’ সংস্করণ এনেছে সংস্থা। সেগুলিতে বাড়তি কিছু সুবিধা ও বৈশিষ্ট্য থাকবে। এগুলি নিখরচায় মিলবে বলে জানিয়েছে সংস্থা। তবে পুরনো ক্রেতারাও সেগুলি ২৫ হাজার টাকায় কিনতে পারেন।

দাম বাড়াচ্ছে হোন্ডা কারস
গত অক্টোবরেই এক দফা গাড়ির দাম বাড়িয়েছিল হোন্ডা কারস ইন্ডিয়া। নতুন বছর থেকে ফের একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে তারা। কাঁচামালের দাম বাড়ার যুক্তিতে ইতিমধ্যেই মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, মারুতি-সুজুকি, হুন্ডাইয়ের মতো বিভিন্ন গাড়ির সংস্থা নতুন বছর থেকে গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে। হোন্ডা কারস ইন্ডিয়া-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্ঞানেশ্বর সেন বলেন, “জানুয়ারি থেকে আমাদের সব গাড়ির (অ্যামেজ, ব্রিও, সিআর-ভি এবং অ্যাকর্ড) দাম বাড়ছে।” উল্লেখ্য, সংস্থা সম্প্রতি ‘সিটি’ গাড়ির নতুন সংস্করণ বাজারে এনেছে। তবে তা বিক্রি শুরু হবে জানুয়ারি থেকে।

পেট্রাপোলে বাণিজ্য স্বাভাবিক
তিন দিন বন্ধ থাকার পর রবিবার ফের সীমান্ত বাণিজ্য শুরু হল পেট্রাপোলে। শুল্ক দফতরের খবর, এ দিন ২৮০টি ট্রাকের পণ্য রফতানি হয়েছে। বাংলাদেশ থেকে ১২৬টি ট্রাক পণ্য নিয়ে এ দেশে ঢুকেছে।

বাসনের সম্ভার
বাজারে ‘লারা’ ব্র্যান্ড-নামে ওপাল গ্লাসের তৈরি বাসনের নতুন সম্ভার আনছে হোপওয়েল টেব্লওয়্যার। সংস্থার কর্ণধার স্বপন গুহ জানান, রাজস্থানে এ জন্য একটি নতুন কারখানা চালু করেছেন তাঁরা, যার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিনে ৩০ টন। স্বপনবাবুর দাবি, এখানে বিশ্বমানের পণ্য তৈরি হলেও, দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

হিরো মোটোকর্প
মোটরসাইকেল যন্ত্রাংশ আমদানির জন্য ইতালির সংস্থা ম্যাগনেতি মারেল্লির সঙ্গে যৌথ উদ্যোগ গড়ল হিরো মোটোকর্প। হিরোর অংশীদারি ৬০%। ১০ বছরে তারা দেশে ১৭০ কোটি টাকার বেশি লগ্নি করবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.