|
|
|
|
আখাউড়া সীমান্তে ফের বাণিজ্য শুরুর সম্ভাবনা |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা
৮ ডিসেম্বর |
ত্রিপুরায় আখাউড়া সীমান্ত দিয়ে ফের আমদানি-রফতানি শুরু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পোস্ট-এর (আইসিপি) মাধ্যমে বাণিজ্য চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি, মাসুলের বর্ধিত হার নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সংগঠন ওই আইসিপি দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
রাজ্যের শিল্প-বাণিজ্য দফতরের কর্তাদের একাংশের ধারণা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘ল্যান্ড পোর্ট অথরিটি’ মাসুলের বিষয়ে ‘নীতিগত’ অবস্থানে অনড় থাকায় এই পথে এগিয়েছেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
আখাউড়ায় আইসিপি-র উচ্চপদস্থ কর্তা দেবাশিস নন্দী জানান, কেন্দ্রীয় সরকার আখাউড়ায় আইসিপি-র মাসুলের হার এখনও পরিবর্তন করেনি। রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী জিতেন চৌধুরীর উপস্থিতিতে কেন্দ্রীয় ‘ল্যান্ড পোর্ট অথরিটি’র সঙ্গে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে জানান, বর্তমান হারে মাসুল দিয়েই আগামী সপ্তাহে ফের আমদানি-রফতানি শুরু করবেন। তিনি আরও জানান, কেন্দ্রের বক্তব্য, আখাউড়ায় আইসিপি-র কাজ কয়েক দিন আগে শুরু হয়েছে। আরও কিছুটা সময় না-গেলে ওই সীমান্তে ব্যবসার পরিমাণ স্পষ্ট হবে না। তার পরই আগরতলার আমদানি-রফতানি ব্যবসায়ীদের মাসুল কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে।
আমদানি-রফতানি সংস্থার সম্পাদক মণীশ বিশ্বাস কেন্দ্রীয় সংস্থার প্রস্তাব মেনে নিয়ে বলেন, ‘‘রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী এবং ল্যান্ড পোর্ট অথরিটি-র অনুরোধ মেনে নিয়েছি। ৩১ জানুয়ারি পর্যন্ত বর্তমানে আইসিপি-র নির্ধারিত হারেই মাসুল দেওয়া হবে।” তিনি জানান, আখাউড়া সীমান্তে বাণিজ্যের পরিমাণ ভাল ভাবে দেখেই কেন্দ্রীয় কর্তৃপক্ষ মাসুলের হার পরিবর্তনের বিষয়ে নজর দিতে রাজি হয়েছে। সেখানে নতুন ব্যবস্থায় আমদনি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা দিকে নজর দেওয়ার আশ্বাসও মিলেছে।
তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বর আমদানি-রফতানি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক বসছে। আলোচনার পর সিদ্ধান্ত হবে, কবে থেকে ফের আখাউড়া দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু করা হবে। তার পরই সীমান্তের ও-পারে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। সংগঠনের সম্পাদকের আশা, বুধবার থেকেই বাণিজ্য শুরু হতে পারে। |
|
|
|
|
|