চিলাপাতার পরে জলদাপাড়া। বন কর্তাদের নির্দেশে জিপ সাফারি বন্ধ হল জলদাপাড়ায়।
সোমবার থেকে পর্যটকদের জলদাপাড়া জঙ্গল ঘোরাবার জন্য ব্যবহৃত ২৪টি বেসরকারি গাড়ি চলা বন্ধ হল। জিপ সাফারি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে জলদাপাড়া বেড়াতে আসা পর্যটকেরা। কবে ফের জঙ্গল সাফারি শুরু হবে তার দিনক্ষণ জানাতে পারছেন না বন কর্তা থেকে খোদ বন মন্ত্রী। জিপ সাফারি বন্ধ হওয়ায় ভরা মরসুমে পর্যটন শিল্প বড় ক্ষতির মুখে পড়তে চলেছে বলে হোটেল ও রিসর্ট মালিকেরা জানান।
রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “সম্প্রতি জিপ সাফারিতে দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়। বাণিজ্যিক লাইসেন্স বিহীন গাড়ি জঙ্গলে না চালানোর জন্য বলা হয়েছে। যাঁরা সে জন্য আবেদন করেছেন। তাঁদের যাতে দ্রুত লাইসেন্স পরিবর্তনের ব্যবস্থা করে দেওয়া হয় তা জেলাশাসককে বলেছি।” তবে এখনও সে ভাবে বাণিজ্যিক লাইসেন্সে আবেদন পড়েনি বলে মন্ত্রী জানান।
গত ২০০৪ সাল থেকে জলদাপাড়া জঙ্গল ঘোরানোর জন্য জিপ সাফারি চালু হয়। স্থানীয় লোক ওই গাড়িগুলির মালিক। বাণিজ্যিক লাইসেন্স করা হলে বেশি হারে কর দিতে হবে বলে বেশিরভাগ গাড়ির মালিকেরা তা করেনি। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে চিলাপাতা জঙ্গলে একটি জিপ দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলে একজন পর্যটক মারা যান। এর পর নড়েচড়ে বসেন বন কর্তারা। চিলাপাতা জঙ্গল ঘোরার জন্য ১৪টি জিপ গত নভেম্বর মাস থেকে বন্ধ হয়ে আছে। সাফারি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জলদাপাড়ার ৫২ জন গাইড। তাঁদের একজন রতন বর্মনের কথায়, “এখন পর্যটকদের ঢল নেমেছে। এ সময় গাড়ি বন্ধ থাকায় আমাদের সংসার কী ভাবে চলবে সে চিন্তায় রয়েছি।” জিপ মালিক রঞ্জন দত্ত বলেছেন, “বাণিজ্যিক লাইসেন্সের জন্য আমরা আবেদন করেছি। কবে সেই লাইসেন্স পৌঁছবে তা বুঝতে পারছি না।” |