ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাড়তি ঋণ ৫ হাজার কোটি
সংবাদ সংস্থা • মুম্বই |
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আরও বেশি ঋণের ব্যবস্থা করতে চায় রিজার্ভ ব্যাঙ্ক। সেই লক্ষ্যে আরও ৫ হাজার কোটি টাকার সংস্থান করছে শীর্ষ ব্যাঙ্ক। ওই টাকা তারা দেবে ক্ষুদ্রশিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা সিড্বি-কে। সিড্বি তার থেকে ঋণ মঞ্জুর করবে বিভিন্ন ক্ষুদ্র-মাঝারি শিল্পকে। বাণিজ্যিক ব্যাঙ্ক-সহ বাছাই করা কিছু সংস্থাও এই তহবিল থেকে অর্থ নিতে পারবে। যা থেকে ক্ষুদ্রশিল্পকে ঋণ দিতে পারবে তারা। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, এক বছরের জন্য (২০১৪-র ১৩ নভেম্বর পর্যন্ত) এই সুবিধা মিলবে। আর্থিক মন্দার কারণে কিছুটা ঝিমিয়ে পড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল ফেরাতেই রিজার্ভ ব্যাঙ্কের এই উদ্যোগ।
|
রঘুনাথপুরে সিমেন্ট কারখানা নির্মাণের প্রাথমিক কাজ শুরু করল রিলায়্যান্স গোষ্ঠী। ‘রিলায়্যান্স সিমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (পরিবেশ) সঞ্জয় কুমার এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এক কর্মীর উপস্থিতিতে সোমবার কারখানার জন্য জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকের দুরমুট গ্রামের পাশে ‘সিমেন্ট গ্রাইন্ডিং’ কারখানা গড়ছে রিলায়্যান্স। প্রকল্পস্থলে পাশেই রয়েছে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্প, যার কাজ জমি-জটে বারবার ব্যাহত হচ্ছে। তবে, তাঁদের প্রকল্পে জমির সমস্যা নেই বলেই দাবি সঞ্জয় কুমারের। তিনি জানান, প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে ১০০ একর জমিতে কারখানা গড়া হবে। বছরে ৩৫ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে।
|
যুদ্ধজাহাজ নির্মাণে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে চুক্তি করতে চলেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড এঞ্জিনিয়ার্স (জিআরএসই)। সংস্থার দাবি, এই যুদ্ধজাহাজ তৈরির সময়ে তাদের বিভিন্ন সহযোগী শিল্পের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। ফলে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়বে বলে দাবি জানিয়েছেন সংস্থার সিএমডি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) এ কে বর্মা। |