বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, অমরেন্দ্র অধিকারী (৬৫) নামে ওই ব্যক্তির বাড়ি গলসির তিরিঙ্গে গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ রায়নার বামুনিয়া গ্রামের কাছে বর্ধমান-নতু রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরেন্দ্রবাবু বামুনিয়া গ্রামে সাইকেলে চেপে ঢোকার সময় বর্ধমানগামী একটি বালি বোঝাই ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর এলাকাবাসীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। তাঁরা ওই রাস্তায় অনিয়ন্ত্রিত বালি বোঝাই ট্রাক চলাচলের প্রতিবাদে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দা ফারুক শেখ বলেন, “দীর্ঘদিন ধরেই দামোদর থেকে অসংখ্য বালিবোঝাই ট্রাক এই রাস্তা ধরে বর্ধমানের দিকে যায়। পুলিশকে বলেও দুর্ঘটনা আটকানো সম্ভব হয়নি।” এসডিপিও (বর্ধমান) অম্লানকুসুম ঘোষ বলেন, “ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাকের যাতায়াত নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে পুলিশ।”
|
অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শিশু মেলা। ১৯-২৯ ডিসেম্বর শহরের আলমগঞ্জের কল্পতরু ময়দানে ওই মেলার উদ্বোধন করবেন তৃণমূলের বিধায়ক দেবশ্রী রায়। রবিবার শিশু উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, এই মেলায় থাকছে শিশুদের জন্য মনোরঞ্জনের নানা ব্যবস্থা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণ খোলা থাকবে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা। শেষ দিনে থাকবে আতশবাজির প্রদর্শনী। এবারের উৎসবের বাজেট ২০ লক্ষ টাকা বলে কমিটির সদস্য খোকন দাস জানিয়েছেন। তাঁর দাবি, বর্ধমান জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় ও পুরসভা অনেকটাই আর্থিক দায়ভার বহন করবে।
|
কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের দুই পঞ্চায়েত সদস্য-সহ সিপিআইয়ের কালনা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক যোগ দিলেন তৃণমূলে। ফলে কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতে বামেদের আসন নয় থেকে কমে আট, কংগ্রেসের আসন তিন থেকে দুই ও তৃণমূলের আসন চার থেকে ছয় হল। শনিবার গাবতলায় ব্লক তৃণমূলের সভায় তাঁরা তৃণমূলে যোগ দেন। যোগ দেওয়া সদস্য-সমর্থকদের মধ্যে রয়েছেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অপর্না সাঁতরা, ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্য চিন্তামণি সরেন, সিপিআইয়ের কালনা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক সেলিম শেখ, কংগ্রেসের অঞ্চল সভাপতি লিয়াকৎ শেখ। লিয়াকৎ শেখ ২০১১ সালে অনুগামীদের নিয়ে সিপিআই ছেড়েছিলেন। শনিবার তিনি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন।
|
প্রচুর ধান-সহ পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেল কালনা ২ ব্লকের কদম্বা গ্রামে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। এ দিন গ্রামের ফয়জুল শেখের ধানের গোলা থেকে প্রথমে আগুন বেরোতে দেখেন কয়েকজন বাসিন্দা। দেখতে দেখতে পাশের সুকুর আলি শেখ, পিন্টু শেখ ও সাহাদ আলি শেখের পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী ভাবে অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম সঞ্জয় সরকার (৪৮)। বাড়ি বড়নীলপুরে। পুলিশ জানায়, শনিবার শক্তিগড়ের কাছে নিজের কারখানার ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঞ্জয়বাবুর আত্মীয় সদানন্দ ঘোষের দাবি, “বাজারে তাঁর প্রায় চার লক্ষ টাকার দেনা ছিল। তা শোধ করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।” |