‘ঈশ্বরকণা’র বিষয়ে একটি আলোচনা সভা হল কালনার এক বেসরকারি স্কুলে। ছিলেন মহাকাশ বিষয়ক বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। ‘প্রজেক্টর’ যন্ত্রের মাধ্যমে পর্দায় ঈশ্বরকণা বিষয়ে বিভিন্ন ছবি দেখানো হয়। দেবীপ্রসাদবাবু বলেন, “মহাকাশ বিষয়ক গবেষণার জন্য পৃথিবীর যে পাঁচটি দেশ সব থেকে বড় দূরবীন আবিষ্কারে নেমেছে তার মধ্যে ভারত রয়েছে। আশা করা যায় ২০১৯ সাল নাগাদ এই কাজে বিজ্ঞানীরা সাফল্য লাভ করবে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ৭০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। |
মহাকাশ গবেষণায় সাফল্যের নিরিখে ভারত আমেরিকার থেকে এগিয়ে রয়েছে। তিনি জানান, গত ৪২ বছর ধরে মহাকাশে যান পাঠানো-সহ নানা গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য প্রায় ৯২ শতাংশ। সেখানে আমেরিকার সাফল্য ৭৬ শতাংশ। সভার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, কুটির, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও ছোট উদ্যোগ দফতরের প্রধান সচিব রাজীব সিনহা, কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার। রাজীববাবু বলেন, “অনেকেই ভাবেন শিল্প মানে কিছু বিত্তবান মানুষ ও একটি বিশেষ সম্প্রদায়ের যোগদান। এর পরিবর্তন হওয়া উচিত। নতুন প্রজন্ম যাতে শিল্পে আগ্রহী হয়, সেজন্য ‘শিল্প করুন, বাংলা গড়ুন’ স্লোগানকে সামনে রেখে ব্লক স্তর পর্যন্ত সরকারি ভাবে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।” |