বিদ্যুদয়ন প্রকল্পের শিলান্যাস করা ফলক ভাঙল দুষ্কৃতীরা। জামুড়িয়ার শ্রীপুরে শনিবার বিকেলে ওই ফলকের উদ্বোধন করেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। সিপিএমের অজয় জোনাল সম্পাদক মনোজ দত্ত জানান, ইসিএল বিদ্যুৎ শ্রীপুর ৩ নম্বর ও নিঘা নীচে সেন্টারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। সাংসদ নিজের তহবিল থেকে ওই দুই জায়গায় বিদ্যুদয়নের জন্য পাঁচ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন। তার অনুমোদন মেলায় শনিবার ফলকের শিলান্যাস হয়। রবিবার সকালে দেখা যায়, শ্রীপুরের ফলকটি কে বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
মহকুমাশাসকের কাছে জাতিগত শংসাপত্র না মেলার অভিযোগ জানালেন সালানপুরের উত্তরামপুর-জিৎপুর এলাকার আদিবাসী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি ওই এলাকায় সমস্যার কথা শুনতে যান আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস। তাঁর কাছে ওই সব বাসিন্দারা অন্য নানা ভাতা মিলছে না বলেও অভিযোগ জানান। মহকুমাশাসক জানান, মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা হবে।
|
এক ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। বিট্টু কুমার নামে ওই পরীক্ষার্থীর বাড়ি বিহারে। রবিবার আসানসোলের একটি স্কুলে রেলের ‘গ্রুপ-ডি’ পদে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা হচ্ছিল। সেই সময়ে স্কুলের শিক্ষকেরা ছবি-সহ অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে বিট্টুকে ধরে ফেলে। এর পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পুলিশের দাবি, সে নিজের ভুল স্বীকার করেছে।
|
রেললাইনের কাছে এক সদ্যোজাতের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে দেহটি রানিগঞ্জের নিমচার ঘটনা। দেহটি আসানসোল হাসপাতালে ময়না-তদন্তে পাঠায় পুলিশ।
|
মঙ্গলকোট
নবান্ন উপলক্ষে যাত্রানুষ্ঠান। কুলশোনা। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: গ্রাম কমিটি।
কাটোয়া
বইমেলা উপলক্ষে পদযাত্রা। উদ্যোগ: বইমেলা কমিটি।
দুর্গাপুর
সারা বাংলা কীর্তন সম্মেলন। মার্কনী পুজো ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নিখিলবঙ্গ কীর্তন সমাজ, দুর্গাপুর। |