খেলার টুকরো খবর |
|
চ্যাম্পিয়ন বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় খোখো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সর্বভারতীয় স্তরে খোলার যোগ্যতা অর্জন করেছে বর্ধমানে ছেলেরা। উত্তরপ্রদেশের জৌনপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে রাঁচির কাছে ওয়াকওভার পায় তারা। পরের ম্যাচে বেনারসকে ১২-৪ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপ ফাইনালে উঠেছিল। সেখানে প্রথম ম্যাচে ১৯-১২ ব্যবধানে হারিয়েছিল বারাসত স্টেট ইউনিভার্সিটিকে। পরে বর্ধমান রবিবার প্রথমে উত্তরবঙ্গকে ২০-১৫ ব্যবধানে ও গোরক্ষপুরকে এক ইনিংসের ব্যবধানে হারিয়েছে।
|
পিপলনের হার
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মন্তেশ্বরের মধ্যমগ্রামের নিউ বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কাপাসিপুর ক্লাব। রবিবার ফাইনালে তারা ২-০ গোলে পিপলন দেওয়ানিয়া ক্লাবকে হারায়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মাস দুয়েক আগে ৮টি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। এ দিন মাঠে হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র, কুটার, ভূমি ও বস্ত্র দফতরের প্রধানমন্ত্রী স্বপন দেবনাথ।
|
জয়ী কুমারডিহি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুমারডিহি সিসি। পুজারি মাঠে তারা অন্ডাল ক্রিকেট লাভার্সকে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে কুমারডিহি ৭ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ৯৫ রানেই শেষ হয়ে যায় অন্ডাল। খেলা ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের যথাক্রমে সুবোধ রায় ও আকাশকুমার নুনিয়া। পুরস্কার বিতরণ করেন তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী ও জেলা পরিষদ সদস্য সন্ধ্যা ধীবর।
|
জিতল জনকল্যাণ
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
|
হিরাপুরে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত থাকলেন চিমা ওকোরি। |
নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল জবা জনকল্যাণ সমিতি। পুরনোহাট মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ছিলেন প্রাক্তন ফুটবলার চিমা ওকোরি, আসানসোলের প্রাক্তন মেয়র সিপিএমের বামাপদ মুখোপাধ্যায় ও টিএমসিপি নেতা অশোক রুদ্র।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হয় পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। জামগ্রাম আদিশিবতলা মাঠে তারা নিউকলোনি চিত্তরঞ্জনকে ৮৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে পানুড়িয়া ৮ উইকেটে ১৪০ রান করে। জবাবে নিউকলোনি ৫২ রানে গুটিয়ে যায়।
|
জয়ী মেড়তলা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বীজনগর তালবাগান ফুটবল ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল পূর্বস্থলীর মেড়তলা ক্লাব। রবিবার কেতুগ্রামের বারেন্দা নবোদয় সঙ্ঘকে ২-১ গোলে হারায় তারা। মেড়তলার হয়ে গোল দু’টি করেন দ্বীপায়ন সামন্ত ও রাজা নবোদয় মণ্ডল। নবোদয় সঙ্ঘের হয়ে গোল করেন শ্যামল ঘোষ।
|
জিতল বর্ধমান থানা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
কালনা মহকুমা লিগের একটি মুহূর্ত। রবিবারের নিজস্ব চিত্র। |
জেলা পুলিশ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জিতল বর্ধমান থানা একাদশ। শনিবার কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা ৩-০ গোলে এসডিপিও কালনা একাদশকে হারায়। পুলিশ তরফে জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই প্রতিযোগিতা।
|
আন্তঃকলেজ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল হাটগোবিন্দপুর বিএন দত্ত ও বাঁকুড়ার পাঁচমুড়া মহাবিদ্যালয়। বিএন দত্ত টাই ভেঙে ৪-৩ গোলে হুগলির শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায় কলেজকে হারায়। পাঁচমুড়া ২-০ গোলে হুগলি মহসিন কলেজকে হারিয়েছে।
|
হারল সমুদ্রগড়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল দীপালি সঙ্ঘ। অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা সমুদ্রগড় বান্ধব সমিতিকে ৩-১ গোলে হারায়। |
|