খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন বর্ধমান
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় খোখো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সর্বভারতীয় স্তরে খোলার যোগ্যতা অর্জন করেছে বর্ধমানে ছেলেরা। উত্তরপ্রদেশের জৌনপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে রাঁচির কাছে ওয়াকওভার পায় তারা। পরের ম্যাচে বেনারসকে ১২-৪ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপ ফাইনালে উঠেছিল। সেখানে প্রথম ম্যাচে ১৯-১২ ব্যবধানে হারিয়েছিল বারাসত স্টেট ইউনিভার্সিটিকে। পরে বর্ধমান রবিবার প্রথমে উত্তরবঙ্গকে ২০-১৫ ব্যবধানে ও গোরক্ষপুরকে এক ইনিংসের ব্যবধানে হারিয়েছে।

পিপলনের হার
মন্তেশ্বরের মধ্যমগ্রামের নিউ বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কাপাসিপুর ক্লাব। রবিবার ফাইনালে তারা ২-০ গোলে পিপলন দেওয়ানিয়া ক্লাবকে হারায়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মাস দুয়েক আগে ৮টি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। এ দিন মাঠে হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র, কুটার, ভূমি ও বস্ত্র দফতরের প্রধানমন্ত্রী স্বপন দেবনাথ।

জয়ী কুমারডিহি
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুমারডিহি সিসি। পুজারি মাঠে তারা অন্ডাল ক্রিকেট লাভার্সকে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে কুমারডিহি ৭ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ৯৫ রানেই শেষ হয়ে যায় অন্ডাল। খেলা ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের যথাক্রমে সুবোধ রায় ও আকাশকুমার নুনিয়া। পুরস্কার বিতরণ করেন তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী ও জেলা পরিষদ সদস্য সন্ধ্যা ধীবর।

জিতল জনকল্যাণ
হিরাপুরে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত থাকলেন চিমা ওকোরি।
নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল জবা জনকল্যাণ সমিতি। পুরনোহাট মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ছিলেন প্রাক্তন ফুটবলার চিমা ওকোরি, আসানসোলের প্রাক্তন মেয়র সিপিএমের বামাপদ মুখোপাধ্যায় ও টিএমসিপি নেতা অশোক রুদ্র।

স্মৃতি ক্রিকেট
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হয় পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। জামগ্রাম আদিশিবতলা মাঠে তারা নিউকলোনি চিত্তরঞ্জনকে ৮৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে পানুড়িয়া ৮ উইকেটে ১৪০ রান করে। জবাবে নিউকলোনি ৫২ রানে গুটিয়ে যায়।

জয়ী মেড়তলা
বীজনগর তালবাগান ফুটবল ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল পূর্বস্থলীর মেড়তলা ক্লাব। রবিবার কেতুগ্রামের বারেন্দা নবোদয় সঙ্ঘকে ২-১ গোলে হারায় তারা। মেড়তলার হয়ে গোল দু’টি করেন দ্বীপায়ন সামন্ত ও রাজা নবোদয় মণ্ডল। নবোদয় সঙ্ঘের হয়ে গোল করেন শ্যামল ঘোষ।

জিতল বর্ধমান থানা
কালনা মহকুমা লিগের একটি মুহূর্ত। রবিবারের নিজস্ব চিত্র।
জেলা পুলিশ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জিতল বর্ধমান থানা একাদশ। শনিবার কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা ৩-০ গোলে এসডিপিও কালনা একাদশকে হারায়। পুলিশ তরফে জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই প্রতিযোগিতা।

আন্তঃকলেজ ফুটবল
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল হাটগোবিন্দপুর বিএন দত্ত ও বাঁকুড়ার পাঁচমুড়া মহাবিদ্যালয়। বিএন দত্ত টাই ভেঙে ৪-৩ গোলে হুগলির শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায় কলেজকে হারায়। পাঁচমুড়া ২-০ গোলে হুগলি মহসিন কলেজকে হারিয়েছে।

হারল সমুদ্রগড়
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল দীপালি সঙ্ঘ। অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা সমুদ্রগড় বান্ধব সমিতিকে ৩-১ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.