|
|
|
|
রঞ্জি ট্রফি |
বোলাররা ঝড় তুললেও বাংলার ব্যাটিংয়ে কচ্ছপ-গতি
স্বপন সরকার • নয়াদিল্লি |
২৮ ওভারে ২৮ রান! এ বারের রঞ্জি ট্রফিতে এটাই সবচেয়ে মন্থর গতির ব্যাটিং কি না, এই গবেষণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিনের শেষে স্কোরবোর্ড বলছে, বাংলা ৬৫-১। ৪৫ ওভার ব্যাটিং করে।
রেলওয়েজকে ৩০৬ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলার এই কচ্ছপ গতির ব্যাটিং দেখে মনে হচ্ছে, তারা বাকি দু’দিন ধরে ব্যাট করে প্রথম ইনিংসে লিড ও তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে চাইছে। কোচ অশোক মলহোত্র তো বলেই বসলেন “এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে পরের ম্যাচে ঘরের মাঠে বিপক্ষকে গ্রিনটপে ফেলে তিন পয়েন্ট তোলাই আমাদের লক্ষ্য।” বাংলার এই নেগেটিভ ক্রিকেটের অঙ্কটা কোচের কথাতেই পরিষ্কার।
গত কাল খেলা শেষে বাংলার অধিনায়ক লক্ষীরতন শুক্ল তিনশোর মধ্যে আটকে রাখতে চেয়েছিলেন রেলকে। তাঁর বোলাররা সেই ইচ্ছা পূরণ করলেন বটে। কিন্তু ব্যাটিংয়ের এই হালে তাঁদের লড়াই বিফলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সকালে দ্বিতীয় ওভারেই শিবশঙ্কর পাল অরিন্দম ঘোষের (৮৮) স্টাম্প ছিটকে দেওয়ার পর মাত্র ৯১ রানের মধ্যে রেলের বাকি পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ইরেশ (১-৬৫), সৌরাশিস (২-১৯), লক্ষ্মী (১-৬১), দিন্দারা (৩-৯৫)। লাঞ্চের দশ মিনিটের মধ্যে রেল গুটিয়ে যাওয়ার পর শুরু হয় বাংলার বিরক্তিকর ব্যাটিং। দিনের শেষে ওপেনার অরিন্দম দাসের অপ্রয়োজনীয় রান আউটের পর মাত্র ৬৫ রান উঠল। চায়ের পর সেই ২৮ ওভারে ২৮।
এই অতিরিক্ত সতর্কতার কারণ খুঁজে পাচ্ছেন না বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। সন্ধ্যায় হোটেলে ফিরে বললেন, “জানি না, কেন এতটা ডিফেন্সিভ খেলল ওরা। রেলের বোলাররা ভাল বল করেছে ঠিকই। নেগেটিভ বোলিংও হয়েছে। তবে দিনের শেষে আরও রান উঠলে ভাল হত।” কোচ মলহোত্র বলেন, “আমরা চেয়েছিলাম আজকে অন্তত বিনা উইকেটে ১০০ রান তুলতে। কিন্তু অরিন্দমের আউটটা খুব দুর্ভাগ্যজনক।” বাংলার ওপেনারের কভার-ড্রাইভ বাউন্ডারির দিকে যাচ্ছিল। তৃতীয় রান নেওয়ার জন্য অরিন্দম (২৬) যখন দৌড়ন, তখন অপর ওপেনার গীতিময় বসু (২৭ অপরাজিত) বলের দিকে না তাকিয়ে উল্টোদিকে তাকিয়ে ছিলেন, ফলে রান-আউটের কবলে পড়েন অরিন্দম। গীতিময় এ দিন আবার দুটো ক্যাচও ছেড়েছেন।
কোচের আশা, তাঁর দলের ব্যাটিং এত খারাপ নয় যে, এই রান টপকাতে পারবে না। মলহোত্র ঠিক না ভুল, রবিবারই বোঝা যাবে।
|
সংক্ষিপ্ত স্কোর
রেলওয়েজ ৩০৬
অরিন্দম ঘোষ ৮৮,
রাওয়াত ৬৮, ভিল্লে ৬৫,
শিবশঙ্কর ৩-৪৭, দিন্দা ৩-৯৫, সৌরাশিস ২-১৯
বাংলা ৬৫-১
অরিন্দম দাস ২৬, গীতিময় ২৭ ব্যাটিং, শুভময় ৮ ব্যাটিং |
|
পুরনো খবর: ক্যাচ ফেলে ম্যাচে বিপদে লক্ষ্মীর বাংলা |
|
|
|
|
|