ধোনি, আজ চারে এসো
ডারবানে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা খেলতে নামার আগে যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে নিজেদের গুছিয়ে ফেলতে হবে। নইলে সিরিজটাই ওদের জন্য শেষ হয়ে যেতে পারে। ওদের সবার আগে দরকার, ১৪০ রানে হারের ব্যাপারটা ভুলে নতুন ভাবে শুরু করা। জোহানেসবার্গের হার নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু এটাও বোঝা দরকার যে, সিরিজের ওটা প্রথম ম্যাচ ছিল। সফরকারী দলের পক্ষে যে ম্যাচটা সহজ হয় না। তা ছাড়া বিদেশ সফরে গিয়ে ভারতের শুরুটা বরাবর খারাপ হয়।
তার উপর প্রথম ম্যাচটাই ওদের শুরু করতে হল আন্তর্জাতিক ওয়ান ডে দিয়ে। যেটা আরও একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াল। তুমি যতই ভাল হও না কেন, বিদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবেই। ভারতীয় টিমকে কানপুর থেকে সোজাসুজি জো’বার্গ যেতে হল। যেখানে সিম মুভমেন্টই শুধু আলাদা নয়, বাউন্সেও ঠিক ততটাই তফাত যতটা কি না হাঁটু আর কাঁধে। এ সবের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তো সময় দরকার। দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং টেকনিকও সম্পূর্ণ আলাদা হয়। আর যারা প্রথম বার দক্ষিণ আফ্রিকা গেল, তাদের কাছে ব্যাপারটা মোটেই সহজ নয়।
উল্টো দিকে দক্ষিণ আফ্রিকা আবার খুব তাড়াতাড়ি ভারতের শক্তি আর দুর্বলতা ধরে ফেলেছে। সঙ্গে নিজেদের শক্তিটা বুঝে সিরিজের গোড়া থেকে খেলতে শুরু করেছে। ওরা জানে পিচে যতক্ষণ পেস আর মুভমেন্ট থাকবে, ততক্ষণ ওরা ম্যাচে থাকবে। ভারতীয় মিডল অর্ডারকে খুব তাড়াতাড়ি ফর্ম ফিরে পেতে হবে। কারণ এ রকম পরিবেশে নতুন বলে ওপেনারদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। ভারতীয় বোলিংকেও জো’বার্গে খুব সাধারণ দেখিয়েছে। ব্যাটসম্যানকে যেমন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, তেমন বোলারকেও হয়। সেটা ভুললেও চলবে না।
ভারতীয় ফাস্ট বোলারদের একটা ব্যাপার বুঝতে হবে। দেশের উইকেটে স্পিনাররা ওদের সাপোর্ট দেয়। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ফাস্ট বোলারদেরই যা করার করতে হবে। উইকেট তোলার ব্যাপারে ওদেরই দায়িত্ব নিতে হবে। কারণ প্রত্যেক বারই যদি দক্ষিণ আফ্রিকা একটা ভাল শুরু পেয়ে যায়, তা হলে প্রতি বারই ভারতকে বড় রানের সঙ্গে লড়তে হবে।
মহম্মদ শামিকে ভাল বল করতে দেখে খুব আনন্দ হচ্ছে। তবে ধোনিকে টিমে আরও এক জন ডেথ বোলার রাখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব উমেশ যাদবকে নিতে হবে। বিশেষ করে ডারবানে। বাউন্সি, পেস সহায়ক উইকেটে মাত্র একজন ফাস্ট বোলার খেলবে, আর উমেশ যাদব দিনের পর দিন বেঞ্চে বসে থাকবে, এটা হয় না।
দক্ষিণ আফ্রিকা একটা বদলের কথা ভাবতে পারে। সোতসোবের জায়গায় ফিলান্ডারকে খেলানোর কথা। ভারতের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। তাই বলছি ধোনি, আজ চারে এসো।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.