স্ট্র্যান্ড রোডের গুদামে এক তরুণীকে খুনের ঘটনায় তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী মহম্মদ শাহনওয়াজকে শনিবার গ্রেফতার করল পুলিশ। শাহনওয়াজ পেশায় অটোচালক। বাড়ি পার্ক সার্কাসে।
পুলিশ জানায়, শুক্রবার পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত গুদামে উলফত জাহান নামে ওই তরুণীর থেঁতলানো দেহ মেলে। উলফতের প্রথম পক্ষের স্বামী মহম্মদ মোনা পুলিশে অভিযোগ করেন, উলফতকে খুন করা হয়েছে। মার্কাস স্কোয়ারের বাড়িতে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে থাকতেন উলফত। পুলিশ জানায়, বৃহস্পতিবার সেখান থেকে বেরোনোর পরে উলফতের মোবাইল বন্ধ ছিল। শাহনওয়াজ ও উলফতের মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে পুলিশ জানায়, ভারী কিছু দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ওই তরুণীকে। পুলিশের অনুমান, প্রতিশোধ নিতেই এই খুন। খুনের আগে উলফত যে আততায়ীকে বাধা দিয়েছিলেন, ময়না-তদন্তে সে প্রমাণও মিলেছে। পুলিশের অনুমান, উলফতকে খুনের সময়ে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল। তদন্তকারীদের দাবি, দ্বিতীয় পক্ষের স্বামী মহম্মদ শাহনওয়াজ ও তাঁর ভাই ফিরোজের সঙ্গে কয়েক মাস ধরে বিবাদ চলছিল উলফতের। নিউ মার্কেট থানায় ফিরোজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
মামলা তুলে নেওয়ার জন্য উলফতকে হুমকি দেওয়া হচ্ছিল বলে পুলিশ তদন্তে জেনেছে। |