শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই সেই নিয়ম মানা হয় না বলে অভিযোগ জানিয়ে কমল দে নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করেন। প্রধান বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ শুক্রবার মামলাটি গ্রহণ করেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দু’মাসের মধ্যে এ ব্যাপারে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে ডিভিশন বেঞ্চ।
|
প্রাথমিক শিক্ষক বাছাই পরীক্ষা (টেট)-য় সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে ১৪ এবং ১৫ ডিসেম্বর। গত ২২ নভেম্বর টেট-এর ফল বেরিয়েছে। পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন, তাঁদের ইন্টারভিউয়ে থাকছে ১০ নম্বর। প্রার্থীরা নিজের জেলার কেন্দ্রেই ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে রিপোর্ট করতে হবে। www.wbresults.nic.in এবং www.wbsed.gov.in এই দু’টি ওয়েবসাইটে যাবতীয় তথ্য জানা যাবে। |