টুকরো খবর
ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার
দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্তকে ধরল পুলিশ। অভিযুক্ত সুদীপ মণ্ডল ওই ছাত্রীর পড়শি। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গত বৃহস্পতিবার সুদীপকে পুলিশ গ্রেফতার করেছে। আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নিজর্দেশ দেন বিচারক। ধৃত ব্যক্তিকে জেরা করে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।” পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে দশম শ্রেণির এক ছাত্রী। ওই ঘটনার পরেই পরিবারের লোকজন নবগ্রাম থানায় পড়শি যুবক সুদীপ মণ্ডল-সহ চার জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। ওই ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, গত ১৪ অক্টোবর দশমীর দিন পাড়ার মণ্ডপের প্রতিমা ভাসান দেখে বাড়ি ফেরার পথে সুদীপ ও তার তিন সঙ্গী ‘ধর্ষণ’ করে। ওই রাতেই বাড়ি ফিরে কিশোরী কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়াীর চেষ্টা করে। পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা বলে মারা যায় ওই কিশোরী। ওই ঘটনায় গত ১৬ অক্টোবর নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। ঘটনার পরেই সুদীপ-সহ চারজনই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কিনা জানতে ময়না-তদন্তকারী চিকিৎসকের থেকে ফের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

মাকে খুন, অভিযুক্ত অধরা
গলায় ফাঁস দিয়ে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর নাগাদ কৃষ্ণগঞ্জের নোনাগঞ্জ এলাকার বাসিন্দা ক্ষান্তবালা ঘোষের (৭৫) দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ি থেকে। এ দিনই মৃতার ভাই মল্লিক ঘোষ পুলিশের কাছে ভাগ্নে কালীচরণ ঘোষের বিরুদ্ধে তাঁর বোনকে খুনের অভিযোগ দায়ের করেন। মল্লিকবাবুর অভিযোগ, ‘‘কালীচরণ আমার বোনকে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, ‘‘ঘটনার পর থেকেই অভিযুক্ত কালীচরণ ঘোষ বেপাত্তা। তার সন্ধানে তল্লাশি চলছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় দিনই কালীচরণ তার বিধবা মায়ের উপর অত্যাচার করত। বৃহস্পতিবার সে ক্ষান্তবালাদেবীর উপর চড়াও হয়। ওই বৃদ্ধা প্রতিকার চাইতে যান স্থানীয় ভাজনঘাট পঞ্চায়েতের প্রধান তৃণমূলের গার্গী ঘোষ চৌধুরীর কাছে। গার্গীদেবী বলেন, ‘‘আমি রাতে বিষয়টি মেটানোর কথা বলেছিলাম। তার আগেই প্রৌঢ়া চলে গেলেন।’’

১০০ দিনের কাজে বন সংস্কার
চলছে কাজ।—নিজস্ব চিত্র।
একশো দিনের কাজে নদিয়া জেলায় এ বার নয়া সংযোজন বনাঞ্চল সংস্কার। প্রাথমিকভাবে জেলা প্রশাসন একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে চাপড়ার মহৎপুর, বেথুয়াডহরি অভয়ারণ্য ও বাহাদুরপুর বনাঞ্চলের সংস্কারের কাজে হাত দিয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। শ্রম দিবস তৈরি হবে প্রায় দেড় লক্ষ। জেলা শাসক পিবি সালিম বলেন, ‘‘এই ফলে সাধারণ মানুষ কাজ পাবেন। পাশাপাশি হাল ফিরবে হতশ্রী বনাঞ্চলগুলির।’’ প্রসঙ্গত এর আগে একশো দিনের কাজের মাধ্যমে জেলা প্রশাসন নদী ও খাল-বিল সংস্কার, শৌচাগার নির্মাণ এবং ‘কিচেন গার্ডেন’ তৈরিতে উদ্যোগী হয়েছে।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
ফাঁকা বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীরা কয়েক হাজার টাকা ও বেশ কয়েক ভরি গয়না হাতিয়ে চম্পট দিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নাকাশিপাড়ার শরৎপল্লির বাসিন্দা জয়দেব দত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় সপরিবারে ধুবুলিয়ায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শুক্রবার তিনি বাড়ি ফিরে দেখেন মূল গেটের তালা ভাঙা। ঘরের ভিতরে সবকিছু তছনছ করেছে দুর্বৃত্তেরা। বিকেল নাগাদ তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ জয়দেববাবু। তাঁর ক্ষোভ, ‘‘অভিযোগ করার বেশ কয়েক ঘণ্টা কাটলেও তদন্তের জন্য পুলিশ একটি বারের জন্যও আসেনি।’’ পুলিশের সাফাই, থানায় গাড়ির সংখ্যা কম বলে যেতে দেরি হয়েছে।

গ্রন্থাগার নিয়ে প্রশিক্ষণ শিবির
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইনফরমেশন অব লাইব্রেরি নেটওয়ার্কের উদ্যোগে এবং নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালনায় সাত দিনের গ্রন্থাগার শীর্ষক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন দিল্লির জাতীয় গ্রন্থাগারের মহানির্দেশক পি ওয়াই রাজেন্দ্র কুমার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু প্রমুখ। শিবিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের ৩৫ জন গ্রন্থাগারিক যোগ দেন।

ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
এ পুলিশ জানিয়েছে, স্থানীয় পরাণপুর মাঠে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মাঠে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে কোনও অভিাযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

বাইক চুরি,ধৃত ৩
বাইক চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলশি। বৃহস্পতিবার রাতে করিমপুরের বাজিতপুরের গ্রামের এই ঘটনায় ধৃতরা হল পিন্টু মোল্লা ও আজবুল মণ্ডল ও মুকসেত মণ্ডল। তিনজনই জলঙ্গির খয়রামারির বাসিন্দা এবং প্রত্যেকেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে ওই তিনজন যখন একটি বাইক ছিনতাই করছিল তখন স্থানীয় এক ব্যক্তি তা দেখে ফেলেন। তিনি থানায় জানাতেই পুলিশ বাইক সমেত ওই তিনজনকে গ্রেফতার করে।

দেহ উদ্ধার
এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার থানারপাড়ার এই ঘটনায় মৃতের নাম সামাজুল শেখ (২৪)।

 
আজ শহরে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিরাপত্তা খতিয়ে দেখতে
ব্যস্ত পুলিশ কর্তারা। রঘুনাথগঞ্জে তোলা নিজস্ব চিত্র।
 



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.