একটি দোকানের সাটার ভেঙে সোনা-রুপোর গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে মগরার কুন্তিঘাট স্টেশন রোডের নয়াসরাই এলাকার ওই ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার করা যায়নি চুরি যাওয়া গয়না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দোকানের দরজা খোলা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা দোকান-মালিককে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানে ঢোকার মুখের সাটার ভাঙা এবং পরের লোহার গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভিতরে গয়নার বাক্সগুলি খালি অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পুলিশে খবর দেওয়া হয়। দোকান-মালিক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগে জানিয়েছেন, কয়েক লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
|
বালিটিকুরির বকুলতলায় এক কারখানার মধ্যে বোমা-গুলিতে দু’জনের মৃত্যুর ঘটনার দেড় মাস পরে মূল অভিযুক্তদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, দাশনগর এলাকা থেকে। উদ্ধার হয়েছে ৫টি রিভলভার ও ৫ রাউন্ড গুলি। ধৃতদের নাম সাধন বিশ্বাস, সুরজ জায়সবাল, সুজয় রায়, ঝন্টু নাথ ও সুবোধ ওরাং। পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর ধাসড়া গলির ভিতরে এক কারখানায় স্থানীয় এক দল যুবক আড্ডা দিচ্ছিলেন। তখনই ১৪-১৫ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল তাঁদের লক্ষ করে বোমা-গুলি চালায়। পরে হাসপাতালে মিহির জানা ও শিশু টুডিয়া নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩ জন। পুলিশের অনুমান, জমি সংক্রান্ত ব্যাপারে দালালি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
|
শুক্রবার হাওড়ার বাগনানে পূর্ণাল মিলন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল উলুবেড়িয়া মহকুমার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি স্কুল এবং শিশুশিক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান। কয়েকশো ছাত্র-ছাত্রী এতে যোগ দেয়। বাগনান ১ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই খেলার আয়োজন করে বাগনান পূর্বচক্র ক্রীড়া কমিটি। কমিটির পক্ষে শ্রীকান্ত সরকার বলেন, “উলুবেড়িয়া মহকুমার ১৭টি চক্রের অধীন ২৭২টি স্কুলের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।” |