|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে ২... |
|
জলপাইগুড়িতে বাড়ছে ব্যথার প্রকোপ
প্রতিকারে ডা. স্বাগতম বসুবিশ্বাস। কথা বললেন
অনির্বাণ রায়। |
প্র: এখানে ব্যথার কথা বেশি শোনা যাচ্ছে।
উ: ঠিকই। এর বড় কারণ জীবনযাপনে পরিবর্তন। বাইকে বেশি চড়া এবং মোবাইলে বেশি কথা বলায় ঘাড়ের বিপদ বাড়ছে।
প্র: মানসিক চাপও দায়ী?
|
ছবি: সন্দীপ পাল। |
উ: হ্যা এখন প্রতিযোগিতার জমানা। স্নায়ু রোগের সূত্রপাতও এর থেকে হতে পারে। এমনকি পিঠে ব্যথার কারণও হতে পারে।
প্র: কম্পিউটারের সামনে বসে থাকাও তো বিপদ?
উ: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। সকালে হাল্কা ব্যায়াম করবেন। ফ্রি হ্যান্ড, হাঁটা।
প্র: এখন স্কুল-কলেজ পড়ুয়াদেরও স্পন্ডেলাইটিসে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।
উ: ক’জন ছেলে মেয়েকে চেয়ার-টেবিলে বসে পড়াশোনা করতে দেখা যায়! সকলেই বিছানায় বসে বা শুয়ে পড়াশোনা করে। এর ফলে শরীরে এক ধরনের শিথিলতা তৈরি হয়। ঘাড় বা মাথা দীর্ঘক্ষণের জন্য অস্বাভাবিক অবস্থানে থাকে। এটাও কিন্তু স্পন্ডিলাইটিসের কারণ।
প্র: ফ্রোজেন শোল্ডার বা হাতের নানারকম ব্যথার কথাও ইদানীং বেশি শোনা যাচ্ছে, এটাই বা কেন হচ্ছে?
উ: এটাকে প্রবণতা বলা যাবে না। এটা বিচ্ছিন্ন ঘটনা। এর অনেক কারণ থাকতে পারে। |
যোগাযোগ: ৯৮০০৮৫৫৯৭১ |
|
|
|
|
|