জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলাশাসক পৃথা সরকার। শুক্রবার জেলাশাসকের দফতরেই ওই বৈঠক হয়েছে। বৈঠকে জেলাশাসক-সহ পর্যটনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পর্যটন দফতরের কর্তা এবং ট্যুর অপারেটাররা ইপস্থিত ছিলেন। এ দিনের বৈঠকে চিলাপাতা এবং জলদাপাড়ায় বন্ধ থাকা জিপ সাফারি চালু করা, ডুয়ার্সের পর্যটন প্রসারের জন্য নতুন পরিকল্পনার কথা আলোচনা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পর্যটন নিয়ে মাঝে মধ্যেই প্রশাসনের তরফে এমন বৈঠক করা হবে। মূলত জেলার পর্যটন সম্ভাবনা নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যের পাশাপাশি দেশের এমনকি বিদেশের পর্যটকদেরও কী ভাবে ডুয়ার্সে বেশি সংখ্যায় নিয়ে আসা সম্ভব হয় তা নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি উদ্যোগে পর্যটন বিকাশেও প্রশাসনের তরফে সাহায্য করা হবে বলে পৃথাদেবী বৈঠকে আশ্বাস দিয়েছেন। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলেন, “প্রশাসনের সঙ্গে এ ধরনের বৈঠক যত বেশি হবে, ততই পর্যটন পরিকাঠামো সমৃদ্ধ হবে।”
|
সাইবার সুরক্ষা নিয়ে সভা ইনফোকমে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইনফোকমের দ্বিতীয় দিনে মিলন মেলায় শুক্রবার হয়ে গেল ইন্টারনেটে নিরাপত্তা নিয়ে আলোচনা সভা। কলকাতার এথিকাল হ্যাকাররা হাতে কলমে কাজের নজির পেশ করলেন সেখানে। অনুমতি নিয়ে ও সব নিয়ম মেনেই তাঁরা হ্যাক করে তুলে ধরেন নেট-নিরাপত্তার অভাব। অনুষ্ঠানে ভারতের সাইবার নীতির ফাঁক নিয়ে আক্ষেপ করেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের ইন্দ্রনীল মুখোপাধ্যায়। অনলাইনে সুরক্ষা বিঘ্নিত হওয়া নিয়ে বক্তব্য রাখেন সাইবার পুলিশ জ্যোতির্ময় বিশ্বাস। শনিবার হবে ‘ইনফোকম হ্যাকস্টার’ নামে হ্যাকিং প্রতিযোগিতা।
|
বিশ্ব বাণিজ্য সংস্থায় ‘জয় হো’
সংবাদ সংস্থা • বালি |
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কূটনৈতিক দড়ি টানাটানির মঞ্চে জয় হাসিল করল ভারত। টানা চার দিন দর কষাকষির পর শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা জানাল, কোনও দেশ তার প্রধান খাদ্যশস্যে ভর্তুকি দিলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। ফলে আরও নিষ্কণ্টক হল ইউপিএ সরকারের প্রস্তাবিত খাদ্য সুরক্ষা প্রকল্প। তা ছাড়া, এর ফলে আগের মতোই ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কিনতে পারবে সরকার। বৈঠকে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার নেতৃত্বে এ নিয়ে একরোখা অবস্থান নিয়েছিল ভারত। তাই এ দিন ডব্লিউটিও-র ঘোষণায় শর্মার প্রতিক্রিয়া, “ভারতের জন্য বিরাট দিন। সারা দুনিয়ার কৃষক আর গরীবদের জন্য জয় ছিনিয়ে আনা সম্ভব হল।”
|
প্রবেশ মূল্য বাড়ল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
শুক্রবার থেকে বক্সারয় পর্যটকদের প্রবেশ মূল্য বাড়ল। রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী বা বক্সা পাহাড় যেতে গেলে বাড়তি টাকা লাগবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানান, গাড়ি প্রবেশ মূল্য ২০০-র বদলে ২৫০ টাকা হয়েছে। মাথাপিছু ৪০ বেড়ে ৬০ টাকা। জয়ন্তী টুরিস্ট গাইড ইউনিয়নের সম্পাদক শেখর ভট্টাচার্য জানান, প্রবেশ মূল্য বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বনমন্ত্রী ও বনকর্তাদের কাছে প্রতিবাদ জানিয়ে তা কমানোর জন্য বলা হয়েছে।
|
ছোট শিল্পের জন্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছোট ও মাঝারি শিল্পের জন্য ঠিক সময়ে আরও বেশি ঋণ পাওয়ার ব্যবস্থা পাকা করতে আগামী সোমবার দেশের সব ব্যাঙ্কের শীর্ষ কর্তাকে বৈঠকে ডেকেছেন কেন্দ্রীয় ছোট-মাঝারি শিল্প প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা। শুক্রবার কলকাতায় বেঙ্গল চেম্বারের এক সভার ফাঁকে এ কথা জানান তিনি।
|
চিনিশিল্পে ত্রাণের সুপারিশ |
আর্থিক সঙ্কটে জেরবার চিনিকলগুলিকে বাঁচাতে ৭,২০০ কোটি টাকার সুদমুক্ত ব্যাঙ্কঋণ-সহ একটি ত্রাণ প্রকল্পের সুপারিশ করল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের নেতৃত্বাধীন কমিটি। যা তৈরি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ দিন পওয়ার জানান, নগদের অভাবে আখের দাম চোকাতে পারছে না চিনিকলগুলি। আখচাষিদের কাছে বাকি পড়েছে ৩,৪০০ কোটি টাকা। তাই ৭,২০০ কোটির ওই ঋণ দেওয়া হবে শুধুমাত্র এই বকেয়া শোধের জন্যই। যার সুদ (১২%) ভরবে কেন্দ্রীয় সরকার ও সুগার ডেভেলপমেন্ট ফান্ড। এ ছাড়া সুপারিশ করা ত্রাণ প্রকল্পের অন্যান্য সুযোগ-সুবিধাগুলির মধ্যে আছে, চিনিকলগুলির ঋণের পুনর্গঠন, ৪০ লক্ষ টন কাঁচা চিনি উৎপাদনের জন্য উৎসাহ ভাতা, মজুত ভাণ্ডার তৈরি ইত্যাদি।
|
• বিনোদ কুমার সেল-এর ডিরেক্টর (কমার্শিয়াল) নিযুক্ত হয়েছেন।
• জ্যোতির্ময় ঘোষ বিনানি সিমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।
• অমিত খন্না কেপিএমজি ইন্ডিয়ার ডেটা অ্যানালিটিক্স প্র্যাকটিসের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। |