কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথসভা করল তৃণমূল। শুক্রবার পুরসভা মোড়ের ওই সভায় তৃণমূল নেতৃত্ব সরাসরি কাটোয়ার বিধায়ক ও কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতারাও সভা থেকে তাঁরা কেন কংগ্রেস ছাড়লেন তার ব্যাখা দেন। কাটোয়া শহরের তৃণমূলের প্রায় সব নেতাই এ দিনের সভায় হাজির ছিলেন।
সভায় কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর রাম অভিযোগ করেন, “কাটোয়া পুরসভা দুর্নীতিতে আবদ্ধ। পুরসভাকে সামনে রেখে রবীন্দ্রনাথবাবু নিজের উন্নয়ন করেছেন।” কাটোয়া পুরসভা পরিচালিত বিসি রায় পলিক্লিনিকেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন কাউন্সিলর শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (তমাল)। |
তিনি বলেন, “এখনই সব দুর্নীতি নিয়ে মুখ খুলছি না। ২০১৫ সালে পুরসভা নির্বাচনের আগে কাটোয়ার মানুষকে সব জানাব।” সভায় প্রায় সব বক্তাই ২০১৫ সালে পুর নির্বাচনে কংগ্রেসকে হারানোর কথা বলেন।
২০১০ সালের পুরভোটে কাটোয়ার ১৯টি ওয়ার্ডই কংগ্রেস দখল করে। মহিলা কাউন্সিলর বেশি থাকায় নিয়ম অনুযায়ী প্রথমবার কাটোয়া পুরসভায় মহিলা পুরপ্রধান নির্বাচিত হন। এ দিনের সভায় সে প্রসঙ্গ তুলেও রবীন্দ্রনাথবাবুর সমালোচনা করেন অমর রাম। তবে রবীন্দ্রনাথবাবুর দাবি, কাটোয়া পুরসভায় দুর্নীতির কোনও প্রশ্নই নেই। আর মহিলা পুরপ্রধানের বিষয়ে তিনি বলেন, “কংগ্রেসের কর্মী ও সমর্থকরাই ওয়ার্ডে ওয়ার্ডে কে প্রার্থী হবে তা ঠিক করেন। কাটোয়া পুরসভায় মহিলা পুরপ্রধান থাকায় আমরা গর্বিত।” তিনি আরও বলেন, “জনগণের রায়ে পুরসভায় আছি, জনগণ না চাইলে থাকব না।” |