পুরনো ক্লাবের কাছে হার মোয়েসের
নিজস্ব প্রতিবেদন
৫ ডিসেম্বর |
প্রিমিয়ার লিগে আবার ধাক্কা খেলেন ডেভিড মোয়েস। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে এভার্টনের কাছে ০-১ হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রাক্তন ক্লাবের কাছে হারের লজ্জা ছাড়াও এভার্টন সমর্থকদের টিটকিরির মুখেও পড়তে হল রুনিদের স্কটিশ ম্যানেজারকে।
রবিন ফান পার্সির চোট থাকায় রুনি-ওয়েলবেককে নিয়ে তাঁর পুরনো দলের বিরুদ্ধে আক্রমণ সাজিয়ে ছিলেন মোয়েস। দুই অর্ধেই অনেক সুযোগ তৈরি করেও গোল পায়নি ম্যাঞ্চেস্টার। বরং প্রতি-আক্রমণে ভিডিচদের রক্ষণকে নাজেহাল করে খেলা শেষের মাত্র চার মিনিট আগে গোল পেয়ে যায় এভার্টন-ই। লুকাকুর পাস থেকে গোল করে যান ওভারল্যাপে আসা লেফট ব্যাক ব্রায়ান ওভাইদো। তার পরেই তাঁদের প্রাক্তন কোচ মোয়েসের বিরুদ্ধে টিটকিরি দিতে থাকেন এভার্টন সমর্থকেরা। “মোয়েস, তোমাকে সকাল হলেই সরিয়ে দেবে ম্যান ইউ,”...“তুমি মোটেই ভাল ম্যানেজার নও মোয়েস।” অপ্রত্যাশিত হারের ফলে ম্যাঞ্চেস্টারের প্রিমিয়ার লিগ জয়ের রাস্তা আরও কঠিন হয়ে পড়ল। মোয়েস স্বীকার করছেন, “খুব খারাপ অবস্থায় পড়লাম আমরা। প্রতিটা ম্যাচ এখন জিততে হবে।” |
|
ইপিএলের নায়ক-খলনায়ক সুয়ারেজ ও মোয়েস। |
তবে তাঁর প্রাক্তন ক্লাবের সমর্থকদের কটাক্ষকে পাত্তা দিচ্ছেন না মোয়েস। “এভার্টন সমর্থকরো কী বলল সেটা জরুরি নয়। বরং ম্যাচের শুরু থেকেই ওরা ওদের দলকে ভাল সমর্থন করেছে।”
অন্য দিকে, প্রিমিয়ার লিগ খেতাব লড়াইয়ে লিভারপুলের অস্তিত্ব বজায় রেখে অ্যানফিল্ডে নায়ক হয়ে উঠলেন লুইস সুয়ারেজ। তাঁর একারই চার গোলের দাপটে নরউইচ সিটিকে ৫-১ হারিয়ে লিগ টেবলে চার নম্বরে এখন লিভারপুল। দলের উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজকে মেসি-রোনাল্ডোর সঙ্গে তুলনা করে লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স বলেছেন, “মেসি-রোনাল্ডো যেমন একটা গোল করে সন্তুষ্ট থাকতে পারে না, সুয়ারেজও তেমনই।” সান্ডারল্যান্ডকে ৪-৩ হারিয়ে ইপিএলে দ্বিতীয় স্থানে মোরিনহোর চেলসি। শীর্ষে আর্সেনাল-ই। এমিরেটস স্টেডিয়ামে হাল সিটি-কে ২-০ হারাল ওয়েঙ্গারেরে দল। ওয়েস্ট ব্রমকে ৩-২ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
|
পুরনো খবর: মর্যাদার ম্যাচে হার ম্যান ইউয়ের |
|