টুকরো খবর
শো-কজের চিঠি মাম্পিকে
মাম্পি দাসকে করা শো-কজের উত্তর সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারেন নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের কর্তারা। বৃহস্পতিবার সে রকমই ইঙ্গিত দিলেন ক্লাব-সচিব দেবরঞ্জন মুখোপাধ্যায়। ক্লাবের তরফ থেকে এ দিন শো-কজের চিঠি ক্যুরিয়ার করে পাঠানো হয়েছে মাম্পির কাছে। মাম্পির কাছে জানতে চাওয়া হয়েছে, কীসের ভিত্তিতে ক্লাবের সম্মানহানি করেছেন তিনি? তাঁর ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দেবরঞ্জনবাবু বললেন, “পাঁচ থেকে ছ’টি অভিযোগ রয়েছে মাম্পির বিরুদ্ধে। ও কী উত্তর দেয় তার ভিত্তিতে ক্লাবের কমিটি সিদ্ধান্ত নেবে। সন্তোষজনক উত্তর না পেলে কড়া ব্যবস্থাও নিতে পারে কমিটি।” বিশ্বস্ত সূত্রের খবর অবশ্য, মাম্পি যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন, তবে হয়তো বড় কোনও শাস্তি হবে না মাম্পির। না হলে তাঁর অনুশীলন করার অধিকারই কেড়ে নিতে পারে ক্লাব। মাম্পির সঙ্গে যোগাযোগ করা হলে পুরো বিষয়টাই এড়িয়ে যেতে চাইলেন তিনি। বললেন, “এই নিয়ে আমি কোনও কথা বলব না। শো-কজের চিঠি হাতে পাইনি। পেলে দেখব।” মাম্পির ফোনে পরে তাঁর মা লক্ষ্মী দাস বললেন, “ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের কথা বলতে বারণ করা হয়েছে। তাই এই বিষয়ে কোনও কথা বলব না। আর দেবরঞ্জনবাবু তো আর ন্যাশানালে খেলতে যাচ্ছেন না, উনি অনেক কথাই বলতে পারেন। আমরা চাই না, এই সমস্ত ঝামেলার জন্য মাম্পির ফোকাস নষ্ট হোক।”

পুরনো খবর:
রিডিং এফসিতে প্রশিক্ষণ নেবেন বিশ্বজিৎরা
ইপিএলের ক্লাব রিডিং এফসি-র অ্যাকাডেমিতে বিশেষ প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বিশ্বজিৎ সাহা, অভিনব বাগরা। দ্বিতীয় ডিভিশনের ক্লাব কেরলের ঈগল এফসি-তে সই করার সুবাদেই লন্ডনে যাওয়ার সুযোগ পাচ্ছেন আইএমজিআর-এর সঙ্গে চুক্তিবদ্ধ আট ফুটবলার। বিশ্বজিৎ, অভিনব ছাড়াও নাদোং ভুটিয়া, বিজেন্দ্র রাই, জাগরূপ সিংহ, রামদীপ সিংহ, বিশ্বেশ্বর সিংহ এবং গোবিন্দ সিংহকে লোনে নিয়েছে ঈগল এফসি। প্রায় দেড় মাস লন্ডনে থেকে ট্রেনিং নেওয়ার কথা বিশ্বজিৎদের। গত বছর ইপিএলের প্রিমিয়ার ডিভিশন থেকে অবশ্য অবনমন হয়েছে রিডিং এফসি-র। ঈগল এফ সি এ বার ফেড কাপে খেলার সুযোগ পাচ্ছে।

প্লাতিনির ‘সিন বিন’
ফুটবল থেকে হলুদ কার্ড তুলে ‘সিন বিন’ নিয়ম শুরু করতে ইচ্ছুক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ফরাসি কিংবদন্তির নতুন ভাবনা অনুযায়ী হলুদ কার্ড দেখিয়ে কোনও ফুটবলারকে সতর্ক করার বদলে ‘সিন বিন’-নিয়ম প্রয়োগ করে তাঁকে দশ-পনেরো মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দেওয়া হবে। “রাগবির মতোই নিয়ম করতে চাই। কোনও ফুটবলারকে দশ পনেরো মিনিট বাইরে পাঠালে বিপক্ষের দলেরও সুবিধা হবে,” বলেন প্লাতিনি। সঙ্গে তিনি যোগ করেন, “কিন্তু এই মুহূর্তে এটা আমার ভাবনা। দেখা যাক কী হয়।” এ ছাড়াও জাতীয় কাপ জয়ীদের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দিতে চান প্লাতিনি। বলেন, “এই প্রসঙ্গে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু বেশীর ভাগ দেশ এর বিরুদ্ধতা করেছে।’’

জেরার মুখে দুই কলঙ্কিত ক্রিকেটার
আইপিএল ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও সিদ্ধার্থ ত্রিবেদীকে বিচারপতি মুদগল তদন্ত কমিটির সামনে পেশ করা হয় এ দিন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে কমিটির নির্দেশে বিসিসিআই কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী বলেন, “আইপিএলে গড়াপেটার ব্যাপারে কমিটির সব সদস্যরা অনেকক্ষণ কথা বলে অজিত চণ্ডিলা ও সিদ্ধার্থ ত্রিবেদীর সঙ্গে।”

পুরনো খবর:
সহবাগের নামে প্যাভিলিয়ন
ফিরোজ শাহ কোটলায় তাঁর নামে কোনও স্ট্যান্ড করা হয়নি। কিন্তু বীরেন্দ্র সহবাগকে সম্মান জানিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা প্যাভিলিয়নের নাম করা হল ‘বীরেন্দ্র সহবাগ প্যাভিলিয়ন’। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর নুর মহম্মদ বলেন, “১৯৯৯ সালে এখানে ভর্তি হয়েছিলেন সহবাগ। কিন্তু ক্রিকেটের চাপে ২০০৪ সালে স্নাতক ডিগ্রি শেষ করেন তিনি।”

শিশির এখনও ফুটবলার খুঁজছেন
অবশেষে পুরোদমে শুরু হতে চলেছে সন্তোষ ট্রফির অনুশীলন। ডিসেম্বরের ১৬ তারিখ থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৪৪ জনকে নিয়ে অনুশীলন শুরু করবেন টিডি বিশ্বজিৎ ভট্টাচার্য ও কোচ শিশির ঘোষ। কিন্তু ট্রায়ালের জন্য আরও অতিরিক্ত ফুটবলার ডাকা হতে পারে সেই কথা জানিয়ে শিশির বলেন, “ভাল কোনও ফুটবলার থাকলে তাকে অবশ্যই অনুশীলন করতে সুযোগ দেওয়া হবে।” সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জনে বাংলার প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি ছত্তিশসগঢ়ের বিরুদ্ধে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহিলা ফুটবল লিগ।

সরফরাজের দাবি
জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের সিরিজ হার নিয়ে তদন্তের দাবি তুলেছেন সরফরাজ নওয়াজ। ইঙ্গিত, সিরিজে গড়াপেটা হয়েছিল। পাশাপাশি এ দিন দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে দুবাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল তরুণ পাক অলরাউন্ডার বিলওয়াল ভাট্টিকে। পরে অবশ্য ভিসা সমস্যা মিটে যায়। পাক বোর্ডের এক কর্তা বলেছেন, “ভুল বশত সংযুক্ত আরব আমিরশাহির ভিসা নিয়ে ও দুবাইয়ে নেমেছিল।”

জয়ী ছয়
দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় নিনজা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তুফানগঞ্জের বাসিন্দা ছয় যুবক। তাদের নাম সঞ্জিৎ রবিদাস, প্রসেনজিৎ সরকার, উকিল বর্মন, মণি দাস, মানস বর্মা ও সাগ্নিক গুহরায়। পাঁচজন নিনজা মার্শাল আর্ট সিনিয়র গ্রুপের প্রতিযোগীতায় অংশ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন। সাগ্নিক জুনিয়র বিভাগে অংশ নেন।

অন্য খেলা
দমদম ক্লাইভ হাউস মাঠে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২১ ডিসেম্বর। সীমিত ওভারের এই টুর্নামেন্টের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম নেওয়া হচ্ছে। আয়োজক কলোনি ইন্সটিটিউট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.