|
|
|
|
ব্যালন ডি’অর জিতবেন মেসি, আগাম বলে দিচ্ছে স্প্যানিশ মিডিয়া |
পর্তুগালে নিজের নামে জাদুঘর করছেন রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন
৫ ডিসেম্বর |
তিন মহাতারকা, এক লক্ষ্য। জানুয়ারিতে ফিফার সোনালি বলটা ছোঁয়া। অর্থাৎ ব্যালন ডি’অরজিতে বিশ্বফুটবলের মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।
গত চার বছরে বিশ্বের সেরা ফুটবলারের নামের পাশে লেখা হয়েছে লিওনেল মেসির নাম। এ বছর কি সেই ছবি পাল্টাবে? অবশেষে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বার্সেলোনা মহাতারকার আসন ছিনিয়ে নেবেন? নাকি মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে বিশ্বের সেরা ফুটবলার হবেন রিবেরি?
কে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিতবেন, সেটা সময় বলবে। তবে স্প্যানিশ নিউজ সংস্থা ‘দ্য এজেন্সিয়ার’ মতে ব্যালন ডি’অর টানা পঞ্চম বার জিততে চলেছেন লিওনেল মেসি। যার পরেই ফুটবলমহলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এমনকী বেটিং বাজারেও মেসির দর বেড়ে যায়। গত বছরও এই নিউজ সংস্থা ঠিক অনুমান করে বলে দেয় যে ব্যালন ডি’অর কে জিততে চলেছেন।
ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে পঞ্চম বার যদি বিশ্বের সেরা ফুটবলার হন মেসি তা হলে ইউরোপ জুড়ে তীব্র সমালোচনা হবে। গত মরসুমে নিজের চেনা ছন্দে ছিলেন না মেসি। চোটের জন্য অনেক ম্যাচ খেলতে পারেননি এলএম টেন। শুধুমাত্র লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয় মেসিকে। অন্য দিকে রোনাল্ডো কোনও বড় খেতাব না জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড করেছেন। এ ছাড়াও একক দক্ষতায় পর্তুগালকে তুলেছেন ২০১৪ ফিফা বিশ্বকাপে।
আর রিবেরি? ট্রফির দিক দিয়ে মেসি-রোনাল্ডোর থেকে পাল্লা ভারি বায়ার্নের ফরাসি তারকার। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও জার্মান কাপ ও বুন্দেশলিগা জিতেছেন রিবেরি। তাই ব্যালন ডি’অরের পাশে মেসির নাম লেখা হলে, প্রশ্নচিহ্নের মুখে পড়তে ফিফা বাধ্য।
পাশাপাশি পর্তুগালে জাদুঘর তৈরি করে নিজেকেই উৎসর্গ করতে চলেছেন রোনাল্ডো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লা লিগা, জাদুঘরে থাকতে চলেছে রোনাল্ডোর জেতা সমস্ত ট্রফি। এ ছাড়াও থাকবে সিআর সেভেনের জেতা ব্যক্তিগত অ্যাওয়ার্ডও। যেমন ব্যালন ডি’অর, ইউরোপিয়ান সোনার বুট। রোনাল্ডোর জাদুঘরের উদ্বোধন হতে চলেছে ১৫ ডিসেম্বর।
|
পুরনো খবর: মেসি ২ : রোনাল্ডো ১ |
|
|
|
|
|