টুকরো খবর
অপহৃতদের মুক্তি দিতে জঙ্গিরা চাইল ৫ কোটি
মিজোরামে অপহৃত টেলিকম ইঞ্জিনিয়ার এবং দু’জন গাড়ি চালকের মুক্তিপণ হিসেবে ৫ কোটি টাকা চাইল জঙ্গিরা। অপহৃতদের মুক্তির দাবিতে আজ থেকে ওই রাজ্যে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবাদ। ২৩ নভেম্বর মিজোরামের মামিত জেলার ডাম্পারেংপুই ও রাজীব নগরের মধ্যবর্তী অঞ্চল থেকে দীপ মণ্ডল নামে ওই ইঞ্জিনিয়ার এবং দু’জন গাড়ি চালককে অপহরণ করা হয়। পুলিশ জানায়, অপহৃতদের নিয়ে জঙ্গিরা বাংলাদেশের ঘাঁটিতে চলে গিয়েছিল। দু’সপ্তাহ কেটে গেলেও জঙ্গিরা মুক্তিপণ না-চাওয়ায় অনিশ্চয়তা বাড়ছিল। মামিতের এসপি রোডিংলিয়ানা চাওংথু বলেন, “গতকাল জঙ্গিরা দীপবাবুদের মুক্তির বিনিময়ে সংশ্লিষ্ট সংস্থার কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে।” তিনি জানান, অপহৃতরা সুস্থ রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য পুলিশ, সেনা, স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা জঙ্গলের গভীরে ঢোকার পরিকল্পনা করেছেন। ত্রিপুরা পুলিশ ও বাংলাদেশের পুলিশও সাহায্য করছে। আজ মিজোরামের বৃহত্তম ছাত্র সংগঠন ‘মিজো জিলরাই পল’ (এমজেডপি) তিন অপহৃতদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল বের করে।

অবস্থানে অনড় তরুণ তেজপাল
যৌন নিগ্রহ কাণ্ডে আগের অবস্থানেই অনড় তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের সময় গোয়া পুলিশকে তিনি ফের জানালেন, নভেম্বরের গোড়ায় গোয়ার হোটেলে অভিযোগকারিনীর সঙ্গে যেটুকু ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছিল তা দু’জনের সম্মতিতেই হয়েছিল। অভিযোগকারী তরুণী সাংবাদিকের অভিযোগ মেনে নিয়ে তিনি আবারও বলেন, “কোনও ভাবেই ওঁকে জোর করা হয়নি।” বৃহস্পতিবার তেজপালের বয়ান রেকর্ড করেন তদন্তকারী অফিসার সুনীতা সবন্ত। বৃহস্পতিবারই গোয়া মেডিক্যাল কলেজে তৃতীয় দফা ডাক্তারি পরীক্ষা হল তেজপালের। শুক্রবার তাঁর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা।

পুরনো খবর:
ইনার-লাইন পারমিটে না
নতুন করে মেঘালয় বা অন্য কোনও রাজ্যে ইনার-লাইন পারমিট চালু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে মেঘালয় সরকারকে চিঠি পাঠানো হয়েছে। ওই পারমিটের দাবিতে কয়েক মাস ধরে মেঘালয় ও মণিপুরে আন্দোলন চলছে। মেঘালয়ে ১৩টি সংগঠনের যৌথ আন্দোলনের জেরে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৩২ কোটি টাকার সম্পত্তি। রাতে পথ অবরোধের জেরে ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত। কেন্দ্রীয় সরকারের চিঠি অনুযায়ী, সংবিধানে নতুন করে কোনও রাজ্যে ইনার-লাইন পারমিট চালুর সুযোগ নেই। যে সব রাজ্যে পারমিট চালু রয়েছে, সেখানে তার মেয়াদ বৃদ্ধি নিয়ম মেনেই করা হবে।

ইটানগরে ব্যাঙ্ক লুঠ
ইটানগরের গ্রামীণ ব্যাঙ্কে হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুঠ করল তিন সশস্ত্র দুষ্কৃতী। আজ সকালে রামকৃষ্ণ মিশন হাসপাতালের কাছে জনবহুল এলাকায় ঘটনাটি ঘটে। ব্যাঙ্ক খোলার পরই তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঢোকে। এক ডাকাত ব্যাঙ্কের দরজা পাহারা দিচ্ছিল। কাজ হাসিল করার পর টাকার ব্যাগ নিয়ে একতলায় ঝাঁপ দেয় তিনজন। রাস্তায় অনেক টাকা ছড়িয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই পালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, প্রায় ৩৫ লক্ষ টাকা লুঠ হয়েছে। ওই একই শাখায় গত বছর নভেম্বরেও লুঠ হয়েছিল। সে বারও তিন দুষ্কৃতী পিস্তল নিয়ে সেখানে হানা দিয়েছিল।

খেমকার বিরুদ্ধে চার্জশিট
আইএএস অফিসার অশোক খেমকার বিরুদ্ধে চার্জ গঠন করল হরিয়ানা সরকার। কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর জামাই তথা ব্যবসায়ী রবার্ট বঢ়রার মানহানি ও খ্যাতি নষ্ট করার দায়ে অশোকের বিরুদ্ধে এই চার্জ গঠন হল। হরিয়ানা সরকারের আরও অভিযোগ, নির্মাণকারী সংস্থা ডিএলএফ ও রবার্ট বঢ়রার মধ্যে জমি সংক্রান্ত একটি লেনদেন অবৈধ ভাবে বাতিল করেছেন অশোক। ১৫ দিনের মধ্যে এই চার্জশিটের জবাব দিতে হবে অশোককে।

দুষ্কৃতীর খোঁজে
এটিএম হানায় অভিযুক্তের খোঁজে কর্নাটক ও তামিলনাড়ু মিলিয়ে প্রায় ৪০০ পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে অন্ধ্রের অনন্তপুর জেলার গ্রামগুলিতে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযুক্তের ছবি হাতে বাড়ি বাড়ি খোঁজ চলছে। এর আগে বীরাপ্পনকে ধরতে এত বড় পুলিশ বাহিনী তল্লাশিতে নেমেছিল।

তসলিমার বিরুদ্ধে
ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তসলিমা নাসরিনের বিরুদ্ধে এফআইআর করলেন উত্তরপ্রদেশের বরেলি প্রদেশের এক মৌলবি। তিনি পুলিশকে জানান, টুইটারে লেখিকা মৌলবিদের নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন।

তেলঙ্গানা খসড়া বিলে সায়
খসড়া তেলঙ্গানা বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই বিলে ১০টি জেলা নিয়ে তেলঙ্গানা রাজ্য গঠনের কথা বলা হয়েছে। আগামী ১০ বছর তেলঙ্গানা ও বাকি অন্ধ্রপ্রদেশ দুইয়েরই রাজধানী থাকবে হায়দরাবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে জানান, বিলটি এ বার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতিকে অনুরোধ করা হবে, বিলটি তিনি যেন অন্ধ্র বিধানসভায় পাঠান। সেখান থেকে ফেরত এলে বিলটি প্রথমে ফের মন্ত্রিসভার বৈঠকে এবং শেষ পর্যন্ত সংসদে পেশ করা হবে। শিন্দে জানান, চলতি শীতকালীন অধিবেশনেই তাঁরা তেলঙ্গানা বিল আনতে চান।

পুরনো খবর:
ট্রেনের ধাক্কায় মৃত্যু
লেভেল ক্রসিং ছাড়া লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি ডাম্পারের চালক-সহ দু’জনের। শিবসাগর জেলার ঘটনা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুগত লাহিড়ি জানান, আজ সকাল পৌনে ১০টা নাগাদ, শিবসাগর থেকে শিমুলগুড়িগামী মরিয়ানি-ডিব্রুগড় প্যাসেঞ্জার ট্রেন বরকুলা গ্রামের কাছে একটি ডাম্পারকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ডাম্পারের চালকের মৃত্যু হয়। ডাম্পারটি ছিট্কে একটি ঠেলার উপরে পড়লে ঠেলা চালকেরও মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.