দৌত্য বা মধ্যস্থতা করতে আসেননি, তবে বাংলাদেশের রাজনীতির সব পক্ষকেই তিনি সুষ্ঠু ভোটের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন। ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী নেত্রী খালেদা জিয়া ও প্রাক্তন সেনাশাসক হুসেইন মহম্মদ এরশাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানালেন ভারতের বিদেশসচিব সুজাতা সিংহ। তিনি বলেন, রাজনৈতিক সঙ্কটের সমাধান বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকেই করতে হবে। এটা তাঁদের সমস্যা। ভারত শুধু চায় বাংলাদেশে সব পক্ষের অংশগ্রহণে এমন একটি সুষ্ঠু ভোট হোক, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। সুজাতা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাওয়া নিয়েই তিন নেতা-নেত্রীর সঙ্গে মূলত কথা বলেছেন তিনি।
এ দিন বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছে প্রথমে বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলির সঙ্গে এক বৈঠকে বসেন সুজাতা। তার পরে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। দারিদ্র দূরীকরণের নানা প্রকল্প নিয়ে কথা হয়।
এর পরে ভারতের বিদেশ সচিব বারিধারায় জাতীয় পার্টির নেতা হুসেইন মহম্মদ এরশাদের বাড়িতে যান। প্রায় আধঘণ্টা বৈঠকের পরে এরশাদের দাবি, সুজাতা তাঁকে বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে অগণতান্ত্রিক শক্তি বা জামাত-শিবিরের মতো মৌলবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে। এরশাদের দাবি অনুযায়ী, তিনি যে জামাত-শিবিরের ক্ষমতা দখল চান না, তা তিনি সুজাতাকে জানিয়েছেন। তবে এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন তিনি।
এর পরে সুজাতা খালেদা জিয়ার বাড়িতে গিয়ে বৈঠকে বসেন। তবে সেখানে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কোনও সওয়াল করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা শামসুর মবিন চৌধুরী।
|