চলতি শিক্ষাবর্ষে থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ‘হোম সেন্টারে’ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা অবলুপ্তি ঘটতে চলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৪টি কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের কলেজে পরীক্ষা দিতে পারবেন না। একটি কলেজের পরীক্ষার্থীদের পাশের কোনও কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপার্চায গোপালচন্দ্র মিশ্র বলেন, “পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ। গত মাসে সব কলেজের অধ্যক্ষদের নিয়ে এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে কোনও অসুবিধেয় না পড়েন তার জন্য সংশ্লিষ্ট কলেজের পাশের কোনও কলেজে পরীক্ষার ব্যবস্থা করা হবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে গণ-টোকাটুকি রুখতেই এই ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, গত তিন বছর ধরে পরীক্ষা কেন্দ্রে গণ-টোকাটুকির অভিযোগ এবং বির্তক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়েনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে নকল করার অভিযোগে ১২০০ জন পরীক্ষার্থীকে , ২০১২ সালে ৩৭০০ জনকে এবং চলতি বছরে ২২০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করে দেওয়া হয়। টুকলি ধরাকে কেন্দ্র করেও অভিযোগ-পাল্টা অভিযোগ ওঠে। গত ৩১ অগস্ট দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরের আবদুল গনি কলেজে টুকলি ধরার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে হেনস্থা করার অভিযোগ ওঠে। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে পরীক্ষার্থী এবং বহিরাগতদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইটাহারে মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষাকে হেনস্থার অভিযোগও ওঠে টুকলি ধরাকে কেন্দ্র করে।
বছরভর এমনই নানা অভিযোগ-বির্তকের পরে এ বারে এক কলেজের পরীক্ষার্থীদের অন্য কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস বলেন, “হোম সেন্টার তুলে দেওয়ার ফলে টোকাটুকির অভিযোগও কমবে।” নয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়ে মালদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীমকুমার সরকার বলেন, “এই ব্যবস্থায় স্বচ্ছতা আসবে।’’ অন্য দিকে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে হেনস্থার অভিযোগে বাতিল হয়ে যাওয়া হরিরামপুরের আবদুল গনি কলেজের প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞানের প্রথমপত্রের পরীক্ষা এ দিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। এ দিন আবদুল গনি কলেজের ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
|