২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় উত্তরবঙ্গ উৎসব ২০১৪। উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে এক সাংবাদিক বৈঠক করে এ খবর জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। মুখ্যমন্ত্রী এই সফরের মধ্যেই উত্তরবঙ্গের শাখা সচিবালয়ও উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
এ বারের উৎসবের থিম জেলা ‘মালদহ ও উত্তর দিনাজপুর’। উদ্বোধনের দিনই শহরে এসে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গৌতমবাবু বলেন, “উত্তরবঙ্গ উৎসব উপলক্ষে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে। পরিচালক গৌতম ঘোষকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওই চিত্র তৈরি করার। উৎসবের মধ্যে কোনও এক দিন ওই তথ্যচিত্রটি মুক্তি পাবে। ‘মুখ্যমন্ত্রীর স্বপ্নে উত্তরবঙ্গ থিমে ‘ড্রিম’ নাম দিয়ে এই তথ্যচিত্রের পরিকল্পনা করা হয়েছে।” গত মরশুমে এক সঙ্গে এক হাজার জন শিশু-কিশোর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সমবেত গান করে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু যোগাযোগের অভাবে গিনেস বুক বা লিমকা বুক অব রেকর্ডসে নাম ওঠানো সম্ভব হয়নি। এ বারে আগে থেকেই যোগাযোগ করে তা সুনিশ্চিত করতে চায় রাজ্য সরকার। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে।
মন্ত্রী জানান, এ বারে মালদহ ও উত্তর দিনাজপুরের দুই জেলার সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে উৎসবে। সঙ্গে ছয় জেলাতেই হবে ও বিভিন্ন অনুষ্ঠান। আগের দু’বার উৎসবে স্থান পাওয়া সমস্ত অনুষ্ঠান ও খেলাধুলোই এ বার থাকছে। সেই সঙ্গে নতুন কিছু উদ্যোগও নেওয়া হবে। উত্তরবঙ্গ উৎসবের পাশাপাশি পাহাড়েও আলাদা করে কিছু অনুষ্ঠান করা হবে বলে মন্ত্রী এ দিন জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলসা ছাড়াও বিভিন্ন খেলা থাকছে উৎসবের সূচিতে। ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ম্যারাথন দৌড়কে তালিকায় রাখা হয়েছে। শিলিগুড়িতে ক্রিকেট, জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি ও দার্জিলিঙের হাতিঘিষায় ফুটবলের ব্যবস্থা হয়েছে। শিলিগুড়িতে হবে ম্যারাথনও। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সঙ্গে হাজার ছেলেমেয়েদের অঙ্কন প্রতিযোগিতা হবে গতবারের মতই।
এ বারেও বঙ্গরত্ন সম্মান দেওয়া হবে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে। ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের মধ্য থেকে ব্যক্তিত্বদের বেছে নেওয়া হবে। উত্তরবঙ্গের একশ জন মেধাবী ছাত্রকে ১০ হাজার টাকা করে এবং মালদহের ১৫ জন ছাত্রকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ৬ টি জেলার একশোটি ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। গতবছর যেসমস্ত ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল তাদের খরচের হিসেবে চেয়ে পাঠানো হয়েছে। তা পেলেই তাদের দ্বিতীয় দফার ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন মন্ত্রী।
প্রথম বছর উত্তরবঙ্গ উৎসবের থিম জেলা ছিল দার্জিলিং ও জলপাইগুড়ি, দ্বিতীয় বছরে দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার। এ বছরে নতুন দুটি জেলাকে থিম করা হয়েছে। |