অভিযুক্তের গোপন জবানবন্দি নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু তৃণমূল সাংসদ কুণাল ঘোষ গোপন জবানবন্দি দিতে চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার তাতে বাধা দিচ্ছে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির সিবিআই তদন্ত চেয়ে মামলা হয়েছে। এ দিন হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তারই শুনানিতে বিকাশবাবু এই অভিযোগ আনেন।
সোমবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে কুণালবাবুর গোপন জবানবন্দি নথিভুক্ত করাতে চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সরকার পক্ষ জবানবন্দি স্থগিত রাখার আবেদন জানায়। তার আগেও দু’দিন এই ব্যাপারে স্থগিতাদেশ চেয়েছিলেন সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত ওই দিন তা নেওয়া যায়নি। তার পরেই এ দিন উচ্চ আদালতে রাজ্যের বিরুদ্ধে নালিশ ঠোকেন বিকাশবাবু।
হাইকোর্টে একই এজলাসে আইনজীবী বাসবী রায়চৌধুরীর দায়ের করা অন্য একটি মামলায় আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সারদা সংস্থার তছরুপ নিয়ে সিট বা অন্য সংস্থা প্রতি মাসে হাইকোর্টে রিপোর্ট জমা দিচ্ছে। কিন্তু তার ফল কী, তা জানা যাচ্ছে না। এই অর্থনৈতিক অপরাধের মামলায় এক সাংসদকে গ্রেফতার করা হয়েছে। ওই সাংসদ ইতিমধ্যে আর্থিক কেলেঙ্কারিতে আরও কয়েক জনের নাম বলেছেন। এই অবস্থায় রাজ্য সরকারের কোনও সংস্থারই সারদার তছরুপে তদন্ত করার নৈতিক অধিকার নেই বলে সুব্রতবাবু আদালতে দাবি করেন। আগামী সোমবার ফের শুনানি হবে।
হাইকোর্টে সারদা কাণ্ডের মামলার শুনানির সঙ্গে সঙ্গে এ দিন সারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন গুরুতর আর্থিক তছরুপ সংক্রান্ত বিষয়ের তদন্তকারী সংস্থা (এসএফআইও)। ৫ ডিসেম্বর ওই আবেদনের শুনানি হবে বলে জানায় আদালত। এর আগে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুদীপ্ত ও দেবযানীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছে। এসএফআইও জেরা করেছে কুণালবাবু এবং আর এক তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে।
সারদা কেলেঙ্কারির তদন্তভার সিবিআই-কে দেওয়ার দাবিতে এ দিন নবান্নে বিক্ষোভ দেখানোর আগেই গ্রেফতার হলেন যুব কংগ্রেস কর্মীরা। পুলিশ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ দিন দুপুরে যুব কংগ্রেসের অন্তত ২৬৯ জন কর্মীকে আলিপুর বেলভেডিয়ার রোডে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২৭ জন মহিলা। পুলিশি সূত্রের খবর, এ দিন সারদা কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে নবান্নে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল যুব কংগ্রেসের। সেই উপলক্ষে বেলভেডিয়ার রোডে জমায়েতের ডাক দেওয়া হয়। বেলা ২টো নাগাদ যুব কংগ্রেস কর্মীরা নবান্নের উদ্দেশে রওনা দিলে পুলিশকর্মীরা তাঁদের পথ আটকান। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। |