বাঘের হানায় জখম হাতি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শাবককে বাঁচাতে গিয়ে বাঘের কামড়ে জখম হল একটি হাতি। ঘটনাটি ঘটেছে কাজিরাঙায়। ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’র পশুচিকিৎসক অঞ্জন তালুকদার জানান, গত রাতে কোহরা রেঞ্জের মিহিমুখে বনবিভাগের হাতিদের আস্তানায় একটি বাঘ হানা দেয়। সরস্বতী নামে একটি হাতির শাবককে আক্রমণ করে সে। শাবককে বাঁচাতে সরস্বতী বাঘের সঙ্গে লড়াই শুরু করে। মা এবং শাবককে জখম করে বাঘটি পালায়। আজ সকালে কাজিরাঙার বাগরি রেঞ্জে বুনো হাতির আক্রমণে বনবিভাগের একটি হাতি জখম হয়। আজই সকালে বুনো হাতিরা নুমালিগড় এলাকার বহু খেত নষ্ট করে।
|
দূষণ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গ্রামে ইটভাটা বানানোর জন্য এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন আসানসোলের বকবাঁধি গ্রামের বাসিন্দারা। রবিবার থেকে এই গ্রামের বাসিন্দারা গ্রামের ইটভাটার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বাসিন্দাদের অভিযোগ, কয়লা পুড়িয়ে ইটভাটা চালানোর জন্য গোটা গ্রাম দূষিত ধোঁয়ায় ভরে যাচ্ছে। ইটভাটায় মাটি কাটার ফলে জমির দ্রুত ক্ষয় হচ্ছে। ইটের গুড়ো জমে কমছে জমির উর্বরতা। বিক্ষোভরত বাসিন্দারা আসানসোলের মহকুমাশাসক ও দূষণ নিয়ন্ত্রন পর্ষদের কাছে তাঁদের অভিযোগ জানিয়েছেন। মহকুমাশাসক অমিতাভ দাস অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যদিও ওই ইটভাটার মালিক সুভাষ মণ্ডলের দাবি, “সব নিয়ম মেনে চলা হয়। পর্ষদের ছাড়পত্রও আছে।”
|
ক্যামেরা উধাও
সংবাদ সংস্থা • মেলবোর্ন |
ক্যামেরা নিয়ে গেল ঈগল! পশ্চিম অস্ট্রেলিয়ার কিমবারলে-র জঙ্গলে ভিডিও ক্যামেরা বসিয়েছিল বন দফতর। উদ্দেশ্য, কুমিরগুলির গতিবিধি পর্যবেক্ষণ করা। ক’দিন পর ধরা পড়ে ঈগলের ঠোঁটে করে ১১০ কিলোমিটার পথ পেরিয়ে গিয়েছে সেটি।
|
লোকালয়ে চলে আসা হরিণ শাবককে উদ্ধার করল বন দফতর। সোমবার সকালে আড়শা গ্রাম থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। বন দফতর সূত্রের খবর, গ্রামের একটি ছোট পুকুরে হরিণ ছানাটিকে জল খেতে দেখে স্থানীয় এক ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে আসেন। গ্রামবাসীরা সে খবর বন দফতরকে জানান। আড়শার রেঞ্জ অফিসার ভক্তরঞ্জন মাহাতো জানান, পুরুষ হরিণ শাবকটিকে এ দিন রেঞ্জ অফিসে রেখে পরিচর্যা করে অযোধ্যা পাহাড়ের ভুদার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। |